২০২৪’ র লোকসভা নির্বাচনে নেতৃত্ব দেবেন না রাহুল, অনুমান দলের প্রবীণ নেতার

0
37

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

পরপর দু’টি লোকসভা ভোটে শতাব্দী প্রাচীন কংগ্রেসের তথৈবচ দশা দেখে অনেকেই রাহুল গান্ধীর নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন। দেশের জাতীয় নির্বাচনে টানা দু’ বার দলকে ভালো জায়গায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে ব্যর্থ হয়েছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি।

raghul gandhi | newsfront.co
রাহুল গান্ধী। ফাইল চিত্র

তাই ২০২৪ এর লোকসভা নির্বাচনেও দলের নেতৃত্বের মুখ হিসাবে রাহুল গান্ধিকে আর দেখা যাবে না, এমনটাই অনুমান করছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রবীণ কংগ্রেস নেতা। সম্প্রতি দলের মধ্যে তৈরি হওয়া নানা সমস্যার কথা তুলে ধরে এবং একজন পূর্ণ সময়ের দলীয় সভাপতি নিয়োগের দাবি করে সোনিয়া গান্ধিকে যে ২৩ জন প্রবীণ নেতা চিঠি দেন, তার মধ্যে থেকেই রাহুল গান্ধিকে নিয়ে এই ভবিষ্যৎবাণী করেছেন এক নেতা।

ওই চিঠিতে কংগ্রেস নেতারা সোনিয়াকে লেখেন, “আমাদের আর সে কথা বলার জায়গা নেই যে, রাহুল গান্ধির নেতৃত্বে ২০২৪ সালের লোকসভা ভোটে কংগ্রেস ৪০০ আসন জিততে পারে! তাঁর নেতৃত্বে কংগ্রেসের পুনরুজ্জীবন সম্ভব নয়। এটা আমাদের বুঝতে হবে যে, গত ২০১৪ ও ২০১৯ সালের লোকসভা ভোটে আমরা তাঁর নেতৃত্বে প্রয়োজনীয় আসন জিততে পারিনি।”

আরও পড়ুনঃ পুরোনো মামলায় ছত্রধরকে ফের জেরা এনআইএ’র

বিক্ষুব্ধ কংগ্রেস নেতারা সোনিয়াকে লেখা চিঠিতে ব্যাখ্যা করে কংগ্রেসের দশা তুলে ধরেছেন। ওই চিঠিতে তাঁরা লেখেন, “নাগপুর থেকে সিমলা (উত্তর ভারত) কংগ্রেস মাত্র ১৬টি আসন জিতেছে। তার মধ্যে আটটি পাঞ্জাব থেকে।”

২০১৯ সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের শোচনীয় ফলের পর সভাপতির পদ থেকে ইস্তফা দেন রাহুল গান্ধি। তারপর দলের দায়িত্ব সামলেছেন অন্তর্বর্তীকালীন সভাপতি হিসাবে নিযুক্ত সোনিয়া গান্ধি। এবার যখন একজন স্থায়ী সভাপতির দাবি উঠেছে দলের মধ্যে তখন অনেকেই আবার রাহুলকে দলের সর্বোচ্চ নেতার পদে দেখতে চাইছেন।

আরও পড়ুনঃ কাশ্মীরে সকাল-সকাল এনকাউন্টারে খতম ৩ জঙ্গি, নিহত ১ জওয়ান

যদিও কোনওভাবেই আর দলের সভাপতির দায়িত্ব নেবেন না তিনি, তা আগেই জানিয়ে দিয়েছেন রাহুল। এদিকে, সোনিয়া গান্ধির পদক্ষেপে সংসদের দুই কক্ষে উপ দলনেতা ও মুখ্য সচেতক পদে গান্ধী পরিবারের ঘনিষ্ঠ ও তরুণ নেতাদের দায়িত্ব দেওয়া হয়। যা দেখে অনেকে মনে করতে শুরু করেছেন, নতুন করে টিম রাহুলের প্রস্তুতি নয়তো! কারণ, সংসদের দুই কক্ষের যে সব কংগ্রেস সাংসদদের দায়িত্ব দেওয়া হয়েছে তাঁরা প্রত্যেকেই আঠারোতে আনা রাহুলের অনুগামী। তবে সে সব অনুমান মাত্র। শেষ পর্যন্ত দলের নতুন সভাপতি কে হবেন তা এখনও স্পষ্ট নয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here