নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
শুক্রবার ছত্তিসগড়ের রায়পুরে তিন দিনের জাতীয় উপজাতি নৃত্য উৎসবের উদ্বোধন করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। তবে শুধু উদ্বোধনই নয়, উপজাতি সম্প্রদায়ের সঙ্গে জমিয়ে নাচলেনও কংগ্রেস নেতা। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তাঁর নাচের ভিডিও ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যাচ্ছে ঐতিহ্যবাহী লাল পাগড়ি মাথায় বেঁধে, ঢোল বাজাচ্ছেন রাহুল। সঙ্গে আদিবাসী সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে বেশ মজা করেই নাচছেন তিনি। অবশ্য তাঁকে সঙ্গ দিয়েছেন ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল এবং দলের শীর্ষস্থানীয় নেতারা। এই প্রথম ছত্তিসগড়ে উপজাতি নৃত্যের কোনও অনুষ্ঠান আয়োজিত হল।
#WATCH Chhattisgarh: Congress leader Rahul Gandhi takes part in a traditional dance at the inauguration of Rashtriya Adivasi Nritya Mahotsav in Raipur. pic.twitter.com/HpUvo4khGY
— ANI (@ANI) December 27, 2019
ইতিমধ্যে টুইটারে পোস্ট করে রাহুল গান্ধি লিখেছেন, “এই অনন্য উত্সবটি আমাদের সমৃদ্ধ আদিবাসীদের সাংস্কৃতিক ঐতিহ্য প্রদর্শন এবং সুরক্ষার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”
আরও পড়ুনঃ নাগরিকত্ব (সংশোধনী) আইনের সমর্থনে পাল্টা প্রচারে বাড়িবাড়ি যাওয়ার সিদ্ধান্ত বিজেপির
পাশাপাশি উপজাতি সম্প্রদায়ের অফিসিয়াল টুইট পেজ থেকে পোস্ট করা হয়েছে, “এটি বাস্তার অঞ্চলে আবুজামাদের দন্ডামি মাদিয়া উপজাতির একটি খুব জনপ্রিয় নৃত্য। এটি গৌড় নৃত্য হিসাবেও পরিচিত। এই নাচটি পুরুষ এবং মহিলাদের একটি দল উপস্থাপনা করে। পুরুষরা একটি বাইসনের শিং-এর মুকুট পরেন এবং নাচের সময় ঢোল বাজায়।”
রাজ্য সরকার এক বিবৃতিতে জানিয়েছে, তিন দিনের এই নৃত্য উৎসবে ২৫ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল, ছয়টি দেশ-সহ মোট ১৩৫০ জনের বেশি মানুষ অংশগ্রহণ করবেন। জানা গেছে, ২৯ টি উপজাতি দল, ৪ টি নৃত্যের ৪৩ রকমেরও বেশি শৈলীর উপস্থাপনা করবে।
জানা গেছে, প্রথম দিন সকাল ১১:৪৫ নাগাদ বিবাহ ও অন্যান্য রীতিনীতি, ঐতিহ্যবাহী উত্সব, কৃষি সম্পর্কিত লোকনৃত্যের ভিত্তিতে নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
আরও পড়ুনঃ স্বাভাবিক হচ্ছে প্রশাসনিক অবস্থা, কারগিলে চালু ইন্টারনেট-মোবাইল পরিষেবা
এছাড়া ২৮ ডিসেম্বর, সকাল ৯ টা থেকে গুজরাটের শিল্পীরা ভাসা নাচ, অন্ধ্রপ্রদেশের শিল্পীরা ঢিমসা নৃত্য এবং ত্রিপুরার শিল্পীরা মমিতা নৃত্য পরিবেশন করবেন।
অনুষ্ঠানের তৃতীয় দিনে উত্তরাখণ্ডের লাশপা নৃত্য, জম্মুর বাকরওয়াল নৃত্য, মধ্যপ্রদেশের ভাদম নৃত্য, হিমাচল প্রদেশের গাদ্দি নৃত্য, কর্ণাটক ও সিকিমের লোক নৃত্য, ঝাড়খণ্ডের দামকাচ নৃত্য, ছত্তিশগড়ের দান্তেওয়াড়া জেলার দণ্ডমি নৃত্য মঞ্চস্থ করা হবে বলে জানা গিয়েছে।
জানা গেছে, রাজ্যসভার বিরোধী দলের নেতা গোলাম নবী আজাদ, রাজ্যসভার সদস্য আনন্দ শর্মা, আহমদ প্যাটেল, মতিলাল ভোড়া, প্রাক্তন সাংসদ কেসি ভেনুগোপাল, কংগ্রেস নেতা প্রিয়াঙ্কা গান্ধিও এই অনুষ্ঠানে অংশ নেবেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584