রাজ্যগুলির চাইতে অর্ধেকেরও কম দামে ভ্যাকসিন পাবে কেন্দ্র! মোদিকে তোপ বিরোধীদের

0
72

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

কেন্দ্রের ভ্যাকসিন নীতি নিয়ে একযোগে সরব হয়েছে সব বিরোধী দল। সাধারণ মানুষের বদলে শিল্পপতিদের স্বার্থরক্ষা করছে কেন্দ্রের বিজেপি সরকার। কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন, দেশবাসীর বিপদের সুযোগ নিচ্ছে বিজেপি। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ভ্যাকসিন নিয়ে ব্যবসা করছে কেন্দ্র। বামেদের দাবি, এতদিন ধরে যেকোনও রোগের ক্ষেত্রেই কেন্দ্রীয় সরকার বিনামূল্যে টিকাকরণ করে আসছে। বিজেপি কেন উল্টো পথে হাঁটছে!

PM Modi | newsfront.co

সেরাম ইনস্টিটিউট টিকার দাম ঘোষণা করার পর উঠে এসেছে একগুচ্ছ প্রশ্ন। ৫০% শতাংশ ভ্যাকসিন রাজ্যসরকার গুলি কিনবে কিভাবে, অর্থাৎ রাজ্য গুলির মধ্যে সমন্বয় বজায় রেখে সুষম বন্টন হবে কিভাবে? রাজ্যের জন্য টিকার প্রতি ডোজের দাম ৪০০ টাকা আর কেন্দ্রের জন্য ১৫০ টাকা। অথচ রাজ্যগুলিকে টিকা নিজেদের কিনতে হবে, তাহলে বাকি ৫০% টিকা কেন্দ্রের কোন কাজে লাগবে? এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক এই জায়গায় প্রশ্ন তুলে বলেন, “ভ্যাকসিন নিয়ে ব্যবসা করবেন না”।

আরও পড়ুনঃ এবার করোনা আক্রান্ত প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী

সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি প্রশ্ন তুলেছেন, যদি এই ব্যবস্থায় রাজ্যগুলিকে নিজেরা কিনে ভ্যাকসিন দিতে হয় তা মেনে নেওয়া যায় না। কেন্দ্রেরই উচিত নিজেরা ভ্যাকসিন কিনে তা সব রাজ্যের মধ্যে স্বচ্ছভাবে বণ্টন করা।

আরও পড়ুনঃ অক্সিজেন ট্যাংকার লিক নাসিকের হাসপাতালে, মৃত্যু ২২জন রোগীর

করোনার সঙ্গে লড়াইয়ের জন্যই পিএম কেয়ার্স ফান্ড-এর নামে কোটি কোটি টাকা তোলা হয়েছিল। স্বাধীনতার পর থেকে এত বছর ধরে কেন্দ্রীয় সরকার যে কোন ভ্যাকসিন নিজেরাই রাজ্যগুলিকে দিয়ে এসেছে, হঠাৎ বিজেপি কেন উল্টো পথে হাঁটছে!

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here