‘মন কি বাত’ নয়, এখন ‘জান কি বাত’ জরুরী, মোদিকে কটাক্ষ রাহুল গান্ধীর

0
88

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

প্রতি মাসের শেষ রবিবার প্রধানমন্ত্রী নিয়মিত ‘মন কি বাত’ অনুষ্ঠানে নিজের বক্তব্য রাখেন। আজও এই মাসিক অনুষ্ঠানে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তিনি, আর তখনই সরাসরি নাম না করে রাহুল গান্ধীর টুইট, ‘‘সিস্টেম ফেল করে গিয়েছে। তাই এখন ‘জান কি বাত’ করা জরুরি।’’ এই টুইট থেকে স্পষ্ট তিনি প্রধানমন্ত্রীর অনুষ্ঠানকেই কটাক্ষ করেই এই পোস্ট করেন।

Rahul on Modi | newsfront.co
কোলাজ চিত্র

এর আগেও একাধিকবার মোদি সরকারকে কটাক্ষ করে টুইট করেছেন রাহুল ,তবে এদিনের টুইট শুধুই কটাক্ষের উদ্দেশ্যে ছিল না। গোটা দেশ বিপর্যস্ত করোনার দ্বিতীয় ঢেউয়ে, এই দুঃসময়ে দলের সকলকে সমস্ত রাজনৈতিক কাজ বাদ দিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আর্জি জানিয়েছেন রাহুল।

আরও পড়ুনঃ করোনার দাপটে বিপর্যস্ত ভারতকে ৮০ মেট্রিক টন অক্সিজেন সাহায্য সৌদি আরবের

অন্যদিকে, ‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন। সকলকে সচেতন থাকতে বলেছেন তিনি। একইসঙ্গে ‘মন কি বাত’ অনুষ্ঠানের মঞ্চ থেকে সকল করোনা যোদ্ধাদের লড়াইকে কুর্নিশ জানান তিনি। পাশাপাশি, বিনামূল্যে টিকাকরণেরও আশ্বাস দেন প্রধানমন্ত্রী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here