টুইটারে মোদিকে বিঁধে কৃষকদের পাশে বিজেপির রাজ্যসভার সাংসদ সুব্রমনিয়ম স্বামী থেকে বিরোধীরা সকলেই

0
91

শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ

মোদী সরকারের আর্থিক নীতির কড়া সমালোচক বিজেপি-র রাজ্যসভার সাংসদ সুব্রমনিয়ম স্বামী। কেন্দ্রীয় কৃষি আইনের বিরুদ্ধে এর আগেও বহুবার সরব হয়েছেন তিনি। আজ মোদী সরকারের কৃষি আইন প্রত্যাহারের ঘোষণার পর কৃষকদের পাশে দাঁড়িয়ে টুইটও করলেন তিনি। কৃষি আইন প্রত্যাহারের ঘোষণার পরে বিরোধী দলগুলির পক্ষ থেকেও একাধিক টুইট এসেছে এদিন। কংগ্রেস নেতা রাহুল গান্ধী থেকে শুরু করে সিপিআইএম নেতা সীতারাম ইয়েচুরি সকলেই আন্দোলনরত কৃষকদের অভিনন্দন জানিয়েছেন।

Rahul Gandhi Subramanian Swamy
রাহুল গান্ধী-সুব্রমনিয়ম স্বামী

টুইটারে স্বামী লিখেছেন, “ আমি অত্যন্ত খুশি যে কৃষকদের দুর্দশার অবসান হল। তারা বিগত প্রায় এক বছর যাবত দুঃসহ গরম, তীব্র শীত উপেক্ষা করে শান্তিপূর্ণ সত্যাগ্রহ চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু এখন বিজেপির প্রায়শ্চিত্ত করা উচিত যে ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটিতে প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করে কোন সিদ্ধান্ত না নেওয়ার জন্য।“

কংগ্রেস নেতা রাহুল গান্ধী লিখেছেন, “ দেশের অন্নদাতারা সত্যাগ্রহের মাধ্যমে অহঙ্কারকে মাথা নিচু করতে বাধ্য করলেন।“ কৃষক আন্দোলন কে অভিনন্দন জানিয়েছেন তিনি। এই প্রসঙ্গে গত ১৪ জানুয়ারি নিজের একটি বক্তব্যের ভিডিও পোস্ট করেছেন রাহুল, যেখানে তাঁকে বলতে শোনা গিয়েছে যে, কেন্দ্রীয় সরকার বাধ্য হবে এই কৃষি আইন প্রত্যাহার করে নিতে।

আরও পড়ুনঃ সংসদে কৃষি আইন বাতিল না হওয়া পর্যন্ত থামবে না আন্দোলনঃ রাকেশ টিকায়েত

সিপিআইএম নেতা সীতারাম ইয়েচুরি টুইট করে অভিনন্দন জানিয়েছেন কৃষকদের। তিনি লিখেছেন, “ আমি স্যালুট জানাচ্ছি আমাদের কৃষকদের এবং তাঁদের সাহসী আন্দোলনকে, যা মোদীকে তিন কৃষি আইন প্রত্যাহার করতে বাধ্য করলো। এ প্রসঙ্গে আমাদের ৭৫০ জন কৃষকের জীবন বলিদানকে ভুলে গেলে চলবে না, যারা এই আন্দোলন করতে গিয়ে প্রাণ হারিয়েছেন তাঁরা আমাদের শহীদ।“

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here