নিউজফ্রন্ট, ওয়েব ডেস্কঃ
লাদাখের ভারত-চিন সীমান্ত সংঘর্ষ নিয়ে আলোচনা করতে শুক্রবার সর্বদল বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বৈঠকের পর দেশবাসীকে আস্বস্ত করে তিনি বলেছেন, ‘কেউ আমাদের সীমান্ত পেরিয়ে দেশে ঢুকতেও পারেনি। আমাদের কোনও সেনা পোস্ট দখল হয়ে যায়নি।’ প্রধানমন্ত্রীর এই বক্তব্যে অসঙ্গতি রয়েছে বলে দাবি করে কংগ্রেস।
শনিবারই সাংসদ রাহুল গান্ধী এ নিয়ে প্রশ্ন তুলে কেন্দ্রকে আক্রমণ করেন। টুইটে তিনি লিখেছিলেন, ‘আমাদের সেনা জওয়ানরা কেন নিহত হলেন? তাঁরা কোথায় শহীদ হলেন?’
Narendra Modi
Is actually
Surender Modihttps://t.co/PbQ44skm0Z
— Rahul Gandhi (@RahulGandhi) June 21, 2020
লাদাখে চিনের আগ্রাসন নিয়ে শুরু থেকেই কেন্দ্রের সমালোচনায় মুখর বিরোধী রাজনৈতিক দলগুলো। লাদাখ ইস্যুতে মোদিকে আক্রমণ করতে গিয়ে তাঁর নামই বিকৃত করে ফেললেন রাহুল।
আরও পড়ুনঃ ভাইরাল হওয়া সরকারি নির্দেশের কপি ‘ভুয়ো’, নিষিদ্ধ নয় কোনও চিনা অ্যাপ
রাহুলের অভিযোগ ছিল, ভারতের মাটিতে চিনা সেনার অনুপ্রবেশের কথা অস্বীকার করে আসলে চিনের দাবিতেই সিলমোহর দিচ্ছেন প্রধানমন্ত্রী। চিনের হাতে ভারতের মাটি তুলে দিচ্ছেন মোদী। সেই রেশ টেনেই এদিন একটি জাপানি সংবাদমাধ্যমের প্রতিবেদন তুলে ধরে প্রধানমন্ত্রীকে ‘সারেন্ডার মোদী (Surender Modi)’ নামে কটাক্ষ করলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। নিজের টুইটার হ্যান্ডেলে রাহুল লেখেন, ‘নরেন্দ্র মোদী প্রকৃত অর্থেই সারেন্ডার মোদী (Surender Modi)।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584