ওয়েবডেস্কঃ-
ইউরোপ সফর শেষ করেই বন্যা বিধ্বস্ত কেরলের পরিস্থিতি খতিয়ে দেখতে তিরুবন্তপুরম পৌঁছেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। দুদিনের কেরল সফরে বন্যা বিধ্বস্ত বিভিন্ন জায়গা ঘুরে দেখবার কথা তাঁর।
ইতিমধ্যে কেরল বন্যায় সবচেয়ে ক্ষতিগ্ৰস্ত তিন জেলা চেঙ্গান্নুর, আলাপূঝা ও এরনাকুলাম ঘুরে দেখেন আজ রাহুল গান্ধী। জানা গিয়েছে, বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত জায়গাগুলির মানুষদের সঙ্গে বিভিন ক্যাম্পে কথাও বলেন। কেরলের উপকূলবর্তী মৎসজীবীদর সঙ্গেও এদিন কথা বলবেন কংগ্রেস সভাপতি। পরে এক অনুষ্ঠানে বন্যার উদ্ধার কাজে সাহায্য করা মৎস্যজীবীদের সংবর্ধনা দিয়ে তাদের ভুয়সী প্রশংসা করেন।
বিধ্বসংসী বন্যায় কেরলে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৪০০ এরও বেশি। এখনও নিখোঁজ রয়েছেন বহু মানুষ। এদিকে, আপাতত কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন দাবি করেছেন যে প্রায় ২০ হাজার কোটি টাকার মত সম্পত্তির ক্ষতি হয়েছে কেরলের বন্যায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584