নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
আজ ফের হাথরাসের পথে হাঁটবেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। হাথরাস যাওয়ার সম্ভাবনা রয়েছে দলের সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধী বঢরার। এদিন সকালে টুইট করে প্রাক্তন কংগ্রেস সভাপতি বলেছেন, ‘বিশ্বের কোনও শক্তি নেই যে আমায় নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করা থেকে আটকাবে।’
তবে, এ দিন সকালেই উত্তরপ্রদেশে দলের সভাপতি অজয় কুমার’কে গৃহবন্দি করা হয়েছে। বৃহস্পতিবার রাহুল-প্রিয়াঙ্কার হাথরাস যাওয়াকে কেন্দ্র করে অশান্তি সৃষ্টি হয়। হাথরাসের নির্যাতিতা, মৃত তরুণীর পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার সময়ে মাঝপথেই তাঁদের পথ আটকে দেওয়া হয়েছিল।
পুলিশের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন ওয়ানাড়ের সাংসদ। এমনকী রাহুলকে ঠেলে ফেলা দেওয়া হয় বলেও অভিযোগ। এরপরই পুলিশের ভূমিকায় তীব্র নিন্দার ঝড় উঠেছিল। কিন্তু সেই বাধা টলাতে পারেনি জেদ। আজ ফের হাথরাসের পথে পা বাড়াচ্ছেন রাহুল গান্ধী।
আরও পড়ুনঃ পথে নেমে হাথরাস ইস্যুতে প্রতিবাদ মমতার
সূত্রের খবর, সঙ্গে থাকবেন দলের সব সাংসদ। এদিন হাথরাস যেতে পারেন সমাজবাদী পার্টি নেতা তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবও।
বৃহস্পতিবার কংগ্রেসের পর শুক্রবার হাথরাসের গণধর্ষিতার গ্রামে তৃণমূলের প্রতিনিধিদলের প্রবেশ ঠেকাতে মরিয়া ছিল যোগীর পুলিশ। প্রতিনিধিদলের নেতা তথা রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েনকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। আপত্তিকর আচরণ করা হয় দলের মহিলা সদস্যদের সঙ্গে।
আরও পড়ুনঃ হাথরাসকাণ্ডে পুলিশ সুপার-সহ ৫ আধিকারিককে সাসপেন্ড
এবার সেই আচরণের বিরোধিতায় প্রশাসনিক কর্তার বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হলেন তৃণমূল সাংসদ প্রতিমা মণ্ডল এবং প্রাক্তন সাংসদ মমতাবালা ঠাকুর। হাথরাসের এসডিএম-এর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করলেন। মহিলাদের সঙ্গে অভব্য আচরণের অভিযোগ জানানো হয়েছে।
অন্যদিকে, হাথরাসে তৃণমূল প্রতিনিধিদের পুলিশি বাধার প্রতিবাদে করোনা আবহের মধ্যেই আজ, শুক্রবার রাজপথে নামছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। বিকেলে বিড়লা তারামণ্ডল থেকে ধর্মতলা পর্যন্ত প্রতিবাদ মিছিলে হাঁটবেন তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584