হাথরাসের পথে রাহুল প্রিয়াঙ্কা অধীর, জারি ১৪৪ ধারা

0
93

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

দীর্ঘকালের জমে থাকা ক্ষোভ জেগে উঠেছে হাথরাসে। উচ্চবর্ণের চারজন যুবকের দ্বারা গণধর্ষিতা দলিত তরুণীর মৃত্যুতে ক্ষোভে ফুঁসছে হাথরাস। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ইতিমধ্যেই ১৪৪ ধারা জারি করা হয়েছে, এমনকী সমস্ত সীমান্ত এলাকাও সিল করে দেওয়া হয়েছে।

Rahul Gandhi | newsfront.co
ছবিঃ এএনআই টুইট

ঘটনার তদন্তের জন্য যোগী আদিত্যনাথ সরকার গঠিত একটি বিশেষ তদন্ত দল (এসআইটি) আজ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলবে।

সংবাদ সূত্রে জানা যায়, আজ নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী ভদরা। জানা গিয়েছে ইতিমধ্যেই হাথরাসের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছেন তাঁরা। সাথে আছে অধীর চৌধুরীও।

আরও পড়ুনঃ হাথরাস গণধর্ষণকাণ্ডের প্রতিবাদে সরব মমতা

সংবাদ সংস্থা এএনআই-কে হাতরাসের জেলা ম্যাজিস্ট্রেট পি লকসখর বলেছেন হাথরাসের সীমান্ত এলাকা সিল করে দেওয়া হয়েছে। জেলায় জারি করা হয়েছে ১৪৪ ধারা। ৫ জনের বেশি লোক জড়ো হতে দেওয়া হচ্ছে না। প্রিয়াঙ্কা গান্ধীর সফর সম্পর্কে নাকি পুলিশের কাছে কোনও তথ্য নেই। তবে সিট-এর সদস্যরা আজ নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করবেন।

আরও পড়ুনঃ যোগী রাজ্যে ফের ধর্ষণের শিকার হয়ে মৃত্যু দলিত মহিলার

এদিকে, সংবাদসংস্থা এএনআই-কে হাথরাস থানার পুলিশ সুপার বিক্রন্ত বীর জানিয়েছেন আলিগড় হাসপাতাল থেকে যে মেডিক্যাল রিপোর্ট তাঁরা পেয়েছেন সেখানে জোর করে ধর্ষণ করার বিষয়টি নিশ্চিত করে বলা যাচ্ছে না।

তিনি বলেন, ফরেনসিক রিপোর্টের জন্য পুলিশ অপেক্ষা করছে। এখনও পর্যন্ত চিকিৎসকরা ধর্ষণের বিষয়টি নিশ্চিত করছেন না। ফলত এফএসএল রিপোর্টের পরই বিষয়টি নিশ্চিত জানাতে পারবেন তাঁরা।তিনি আরও জানিয়েছেন বুধবার এসআইটি দল পরিবারের সঙ্গে দেখা করে অপরাধস্থল ও পরিদর্শন করবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here