“কেন চারজন? গুলি করে আট জনকে মারা উচিত ছিল”, মন্তব্য বিজেপি প্রার্থী রাহুল সিনহার

0
67

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

শীতলকুচির ঘটনায় দিলীপ ঘোষ, সায়ন্তন বসু, রাহুল সিনহা একের পর এক বিতর্কিত মন্তব্য বিজেপি নেতাদের।শীতলকুচিতে ভোটের দিন কেন্দ্রীয় বাহিনীর গুলিতে প্রাণ যায় ৪জনের। ঘটনার পর থেকে একের পর এক বিতর্কিত মন্তব্য করেই চলেছেন বিজেপি নেতারা।

rahul sinha | newsfront.co
রাহুল সিনহা। ছবিঃ ফেসবুক

রাহুল সিনহা বলেন , “৪ জনকে গুলি করে মারলো, কেন ৮ জনকে মারলো না? এর জন্যই শোকজ করা উচিত কেন্দ্রীয় বাহিনীকে।” এর আগে দিলীপ ঘোষ হুমকির সুরে বলেন, জায়গায় জায়গায় শীতলকুচি হবে। সায়ন্তন বসু বলেন, আগামী ৪ দফা ভোটে ১৬ টা শীতলকুচি হতে পারে। কেউ কারুর থেকে কোন অংশে কম যেতে রাজি নন।

আরও পড়ুনঃ ‘দিদি……ওও দিদি’ সুরে ইভটিজিং-এর শিকার শহরের মেয়েরা! প্রধানমন্ত্রীর নামে দায়ের এফআইআর

রবিবার রাতে রাহুল সিনহার এই মন্তব্যে স্বাভাবিক ভাবেই সমালোচনার ঝড় রাজ্য রাজনীতিতে।উল্লেখ্য, রাহুল সিনহা এবার হাবড়ার বিজেপি প্রার্থী। তাঁর প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেসের জ্যোতিপ্রিয় মল্লিক। রাহুল সিনহার মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, ” রাহুল সিনহা কোনদিন ভোটে দাঁড়াননি, এবারও রেকর্ড ভোটে হারবেন। চরম শত্রু সম্পর্কেও এমন মন্তব্য করা যায় না।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here