শুভব্রত সরকার, ওয়েব ডেস্কঃ
ছন্দপতন পশ্চিমবঙ্গের রাজনীতির এক চেনা ছন্দে। এবার সেই চেনা ছন্দে পা মেলালেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। শুক্রবার সাংবাদিক বৈঠকে সাংসদ দেবশ্রী চৌধুরীর বিরুদ্ধে ক্ষোভ উগরে শেষে দল ছাড়লেন বিজেপি বিধায়ক।
এদিন সাংবাদিক বৈঠকে দেবশ্রী চৌধুরীকে মীরজাফর বলে কটাক্ষ করে অভিযোগ করেন তিনি। সাংসদ হবার পর এলাকা থেকে বিলুপ্তপ্রায় অবস্থায় রয়েছেন, এমনকি তার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনেন তিনি। কিছুদিন আগেই দলের শৃঙ্খলাভঙ্গের অভিযোগে থাকে শোকজ করে দল। জানতে চাওয়া হয় তার দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণ। পাশাপাশি সতর্ক করে জানানো হয় এই সব কাজ থেকে দূরে থাকার জন্য। ইতিপূর্বে বিধায়ক সাংবাদিক বৈঠকে জেলা সভাপতি বাসুদেব সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করে বলেন জেলা কমিটির কোনো দলীয় কর্মসূচিতে তিনি থাকবেন না। তিনি বাবুল সুপ্রিয়র প্রসঙ্গ টেনে জানান, উনার সিদ্ধান্ত একদম ব্যক্তিগত। তবে একজন লোক দলে উপযুক্ত সম্মান না পেলে দলত্যাগ করবেই।
আরও পড়ুনঃ ভার্চুয়াল হাজিরা নয় সশরীরেই হাজিরা দিতে হবে রুজিরাকে, নির্দেশ দিল্লির আদালতের
এই প্রসঙ্গে দেবশ্রী চৌধুরী বলেন, কৃষ্ণের মানসিক সমস্যা হয়েছে আমি এই ব্যাপারে কিছু বলবো না। উল্লেখ্য, কৃষ্ণ কল্যাণী দলত্যাগের কথা স্পষ্ট করলেও এখনও পর্যন্ত তিনি অন্য দলে যোগদানের ব্যাপারে স্পষ্ট করেননি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584