নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
ভিনরাজ্য থেকে নিজের বাড়িতে ফিরে এলে যে হোম কোয়ারেন্টাইনে থাকতে হয়, তা সরকারি নিয়ম মতো মেনে নজির গড়লেন রায়গঞ্জ পুরসভার কাউন্সিলার প্রসেনজিৎ সরকার। তিনি বিশেষ পারিবারিক কারণে দক্ষিণ ভারতে গিয়েছিলেন। রায়গঞ্জে ফিরে আসার আগেই দেশে লকডাউন ঘোষণা হয়ে যায়। ইতিমধ্যে করোনা নিয়ে সরকার নানা বিধিনিষেধ আরোপ করেছে।
দক্ষিণ ভারতে থাকাকালীন ওয়ার্ডের বাসিন্দাদের খোঁজ নেওয়ার পাশাপাশি এলাকার দুঃস্থদের খাবার পৌঁছে দিয়েছেন তাঁর অনুগতরা। মাত্র ১৫ দিন আগে প্রসেনজিৎবাবু রায়গঞ্জে ফিরেছেন। কিন্তু ক্ষমতার অপব্যবহার করেননি তিনি। নিয়ম মেনেই নিজে হোম কোয়ারেন্টাইনে চলে যান।
আরও পড়ুনঃ ভিডিও ভাইরাল, টোটোর কাঁচ ভেঙে শ্রীঘরে গাড়ির চালক
আজ, সোমবার তাঁর ফিরে আসার ১৪ দিন শেষ হয়েছে। এজন্য রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস সহ অন্য কাউন্সিলাররা প্রসেনজিৎবাবুকে সংবর্ধনা জানাতে তাঁর বাড়িতে যান। পুরসভার এক কাউন্সিলারের কথায়, ‘ইচ্ছা করলেই তিনি বাইরে ঘোরাঘুরি করতে পারতেন। কিন্তু তিনি সেটা না করে নিয়ম মেনে নজির তৈরি করেছেন। সেকারণে আমরা তাঁকে কুর্নিশ জানালাম।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584