ভিনরাজ্য থেকে ফিরতেই স্বাস্থ্যকর্মী নিয়ে হাজির রায়গঞ্জ পুরসভা

0
37

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ

ভিনরাজ্য থেকে রায়গঞ্জ শহরের সুদর্শনপুর এলাকায় পৌঁছনোর খবর পেয়েই অভিযান চালায় রায়গঞ্জ পুরসভা। তাদের শরীরে থার্মাল স্ক্যানার দিয়ে পরীক্ষার পাশাপাশি বাড়িতেই কোয়ারান্টিনে থাকার পরামর্শ দেন স্বাস্থ্যকর্মীরা। তাদের বাড়ির সামনে কোয়ারান্টিনের পোষ্টার লাগিয়ে দেওয়া হয়। এদের মধ্যে একজন বিহার এলাকায় বিভিন্ন মেলা থেকে রোজগার করেন।

screening | newsfront.co
নিজস্ব চিত্র

তিনি বিহার এলাকার একটি মেলাতে গিয়ে লকডাউনে আটকে গিয়েছিলেন। আর একজন বাসিন্দা আত্মীয়র চিকিৎসার কারণে দক্ষিন ভারতে গিয়েছিলেন। মঙ্গলবার ভোরেই তিনি রায়গঞ্জে এসে পৌঁছান। তাঁকেও একই পদ্ধতিতে চিকিৎসা করা হয়।

আরও পড়ুনঃ ইফতারের খাদ্যসামগ্রী দান তৃণমূল নেতা ইয়াসিনের

রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস জানিয়েছেন, দু’জনকে নিয়ম মেনে পরীক্ষা করেন স্বাস্থ্য কর্মীরা। তাদেরকে ১৪ দিন ‘হোম কোয়ারান্টিনে’ থাকতে বলা হয়েছে। উত্তর দিনাজপুর জেলা এখনও পর্যন্ত গ্রিন জোনে রয়েছে। যাতে কোন রকমভাবে অঘটন না ঘটে, তাই প্রশাসন থেকে সবদিকে সতর্ক দৃষ্টি রাখা হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here