নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
লক ডাউনে বন্ধ বাজার হাট। করোনার প্রকোপ রুখতে মূলত ভিড় সামাল দিতেই এই পদক্ষেপ। কিন্তু এতে একদিকে যেমন কিছুটা হলেও বেগ পেতে হচ্ছে সাধারণ মানুষকে। ঠিক তেমনই বিক্রি তেমন ভাবে না হওয়ায় সমস্যায় পড়েছেন অনেক সবজি বিক্রেতাদের একাংশ।
তাই এবারে শহরের ঘন জনবসতি থেকে খানিক দূরে রায়গঞ্জে একটি নতুন বাজার গঠনে উদ্যোগী হল প্রশাসন। রায়গঞ্জ পুরসভার খরমুজা ঘাট এলাকায় বেনফিস ভবনের পাশের মাঠে, যুদ্ধকালীন পরিস্থিতিতে মাঠ পরিষ্কার করার কাজ শুরু করল রায়গঞ্জ পুরসভা।
এদিকে রায়গঞ্জ শহরের মোটামুটি শেষ প্রান্তে, ৩৪ নম্বর জাতীয় সড়ক থেকে প্রায় ১০০ মিটার দূরত্বে কুলিক নদীর পার্শ্ববর্তী স্থানে অবস্থিত এই জায়গা নোংরা আবর্জনার স্তূপে পরিপূর্ণ ছিল। তাই যুদ্ধকালীন তৎপরতায় কাউন্সিলরদের উপস্থিতিতে চলছে সাফাই অভিযান।
এদিন চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস জানান, “রায়গঞ্জের মহকুমা শাসকের পরামর্শেই এই জায়গা পরিস্কার করা হচ্ছে। আশা করছি এখানে বাজার বসতে পারে”।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584