কাউন্সিলরের উদ্যোগে ‘ফ্রি বাজার’ রায়গঞ্জে

0
87

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ

লকডাউনে উকিলপাড়া এলাকার বাসিন্দাদের বিনামূল্যে সবজি তুলে দিলেন রায়গঞ্জ পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অর্ণব মন্ডল।

raiganj municipality organize free of cost market in raiganj | newsfront.co
নিজস্ব চিত্র

পটল, কুমড়ো, ডাটা, স্কোয়াস, আলু, পেঁয়াজ সহ ৯ রকমের সবজি এবং প্রতিটি পরিবারের সদস্যদের ১টি করে ডিম এদিন দেওয়া হয়। ওয়ার্ডের প্রায় আটশো বাসিন্দার হাতে সবজি তুলে দেওয়া হয়। কাউন্সিলরের এই উদ্যোগে খুশি এলাকার দুঃস্থ বাসিন্দারা। কলেজপাড়়া ইন্দিরা কলোনী এলাকার দুঃস্থ বাসিন্দাদের জন্য ইতিমধ্যে চাল, আলু, পেঁয়াজ ত্রাণ দেওয়া হয়েছে।

প্রায় ৮০০ পরিবারের সদস্যরা সামাজিক দূরত্ব মেনে লাইনে দাঁড়িয়ে সবজি নেন। সবজি বাজারে প্রবেশের আগে স্বাস্থ্যকর্মীরা প্রত্যেক বাসিন্দার থার্মাল স্ক্রিনিং করার পাশাপাশি এলাকার বাসিন্দাদের সচেতন করেন করোনা বিষয়ে।

আরও পড়ুনঃ বেসরকারি বিদ‍্যালয়ের ছাত্রছাত্রীদের ফি মকুবের দাবিতে উদ‍্যোগ জেলা পরিষদ মেন্টরের

অর্ণববাবু বলেন, আমরা এর আগেও ওয়ার্ডের দুঃস্থ বাসিন্দাদের মধ্যে ত্রাণ বিলি করেছি। আজ সবজি ও ডিম বিলি করা হল। লকডাউনের জন্য এলাকার বেশীরভাগ মানুষ কর্মহীন হয়ে পড়েছেন৷ এরা বেশীরভাগ দুঃস্থ মানুষ। তাই বাসিন্দাদের জন্য ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ দেওয়া হল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here