রাস্তায় বাস বে তৈরি করবে রায়গঞ্জ পুরসভা

0
45

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ

রায়গঞ্জে রাস্তায় বাস অযথা যাতে দাঁড়িয়ে যানজট তৈরি না করতে পারে, সেজন্য রাস্তার ধারে বাস-বে বানানোর উদ্যোগ নিয়েছে রায়গঞ্জ পুরসভা। জাতীয় সড়কগুলিতে ট্রাক দাঁড়ানোর জন্য যেধরনের ট্রাক-বে থাকে, রায়গঞ্জ শহরেও বাস দাঁড়ানোর জন্য সেধরনের বাস-বে তৈরি করা হবে। রায়গঞ্জের মোহনবাটি বাজার এলাকায় এই বাস-বে তৈরি করা হবে বলে পুরসভা সূত্রে জানা গিয়েছে। শনিবার মোহনবাটি বাজার এলাকায় মাপঝোক করা হয়।

Raiganj municipality | newsfront.co
নিজস্ব চিত্র

রায়গঞ্জ পুরসভার পুর প্রধান সন্দীপ বিশ্বাস সহ অন্যান্য কাউন্সিলাররা, পিডাব্লুউডির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ও পুরসভার ইঞ্জিনিয়ারদের উপস্থিতিতে মাপজোকের কাজ হয়।

আরও পড়ুনঃ আমপান দুর্যোগ মোকাবিলায় নানা দাবিতে সিপিআইএমের প্রতিবাদ কর্মসূচি

পুর প্রধান জানিয়েছেন, ‘শহরের অন্যতম ব্যস্ত এলাকা মোহনবাটি বাজার৷ সাধারণ মানুষ যেন বিনা বাধায় এই এলাকার উপর দিয়ে যাতায়াত করতে পারে সেই কারণে এখানে বাস-বে তৈরি করা হচ্ছে। বাস বে-এর নির্ধারিত জায়গায় বাস দাঁড়াবে এবং সেখান থেকেই যাত্রী ওঠানামা করবে। বাকি রাস্তা খোলা থাকবে সাধারণের যাতায়াতের জন্য।’ ওই এলাকায় বেশ কয়েকজন ফল ব্যবসায়ীর অস্থায়ী দোকান থাকায় তাঁদের পুনর্বাসন দেওয়া হবে বলেও জানিয়েছেন পুর প্রধান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here