প্রীতম সরকার, উত্তর দিনাজপুরঃ
অভুক্ত পথকুকুরদের খাওয়ানোর বন্দোবস্ত করলো রায়গঞ্জের স্বেচ্ছাসেবী সংগঠন। লকডাউনের জেরে শহরের দোকানপাট, হোটেল বন্ধ হয়ে রয়েছে। রাস্তাঘাটে মানুষও নিতান্ত প্রয়োজন ছাড়া কেউ বের হচ্ছে না। এই অবস্থায় খাবার না পেয়ে কার্যত করুন অবস্থা পথ কুকুরদের। এদের সাহায্যে এগিয়ে এলো রায়গঞ্জ শহরের ‘পিপলস ফর অ্যানিম্যাল’ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা।
আরও পড়ুনঃ গ্রামে বহিরাগত প্রবেশের জন্য রাস্তায় বাঁশের ব্যারিকেড
এদিন দুপুরে সংস্থার সদস্যরা কিছু পরিমান শুকনো খাবার ও এলাকার বাড়ি থেকে রান্না করা উচ্ছিষ্ট খাবার সংগ্রহ করে শহরের একাধিক জায়গায় রাস্তার কুকুরদের খাওয়ানোর ব্যবস্থা করে। সংস্থার কর্নধার অজয় সাহা জানিয়েছেন, “লকডাউনের এই ক’দিন আমরা এইভাবেই পথ কুকুরদের খাওয়ানোর চেষ্টা করে যাবো। তবে প্রত্যেক মানুষ যদি তার বাড়ির আশাপাশের কুকুরদের জন্য নিজেদের বাড়ির উচ্ছিষ্টটুকু দেয়, তাহলেই এদের অনেক উপকার হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584