প্রীতম সরকার, উত্তর দিনাজপুরঃ
মুখ্যমন্ত্রীর ধমকের পরে রায়গঞ্জে সক্রিয় হয়ে উঠলো পুলিশ। আগের সপ্তাহে কলকাতা থেকে বিহার যাওয়ার পথে ট্রাক ভর্তি শ্রমিকদের খাইয়ে পাঠিয়েছিল পুলিশ। কিন্তু সোমবার অন্য ছবি দেখা গেল। রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড় এলাকা থেকে তিনটি লরিতে থাকা বিহারের ১২০ জন বাসিন্দাকে উদ্ধার করল রায়গঞ্জ থানার পুলিশ।

বিহারের বাসিন্দারা জানান, তাঁরা কলকাতা থেকে বিহারে তাঁদের গ্রামে যাচ্ছিলেন। লকডাউন চলাকালীন কীভাবে এরা লরি করে কলকাতা থেকে রায়গঞ্জ শহরে এসে পৌঁছালেন, সেই প্রশ্ন উঠেছে। গোটা ঘটনায় ধন্দে পুলিশ। এদিকে ভিনরাজ্যের এই মানুষদের নিয়ে রায়গঞ্জবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। তিনটি লরিতে ১২০ জন কলকাতা থেকে সড়কপথে রায়গঞ্জে আসেন। শিলিগুড়ি মোড় এলাকায় চেকিং-এর সময় ওই লরি তিনটির পথ আটকায় রায়গঞ্জ থানার পুলিশ ।
আরও পড়ুনঃ ছুটিতে থাকা সৈনিক আইন ভেঙ্গে নামলেন কর্তব্যপালনে
পুলিশ সূত্রে আরও জানা গেছে, কলকাতায় এরা কেউ মজদুরের কাজ করতেন, কেউ আবার ভ্যানরিকশা চালাতেন। অর্থাভাবে খাবারও জুটছিল না। এরপরই কোনওমতে তিনটি লরিতে করে কলকাতা থেকে বিহারের দ্বারভাঙ্গার উদ্দেশে রওনা দেন তাঁরা। রায়গঞ্জ থানার পুলিশ আপাতত বিহারের এই বাসিন্দাদের স্বাস্থ্য পর্যবেক্ষণের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে বলে জানা গিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584