নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
ইস্টবেঙ্গল ক্লাবের শতবর্ষ পালনে নজির রেখে রায়গঞ্জের উকিলপাড়ার বারোয়ারীতলা যুবক সংঘের নবীন ও প্রবীণ সদস্যেরা একটি রক্তদান শিবিরের আয়োজন করেছিলেন। এই মুহূর্তে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল একদম রক্তশুন্য অবস্থায়।
এই রক্তদানের ফলে অভাব কিছুটা হলেও কমেছে। রক্তদান শিবিরের আগে উকিলপাড়ায় শনিবার ইস্টবেঙ্গল ক্লাবের পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের সূচনা হয়। বারোয়ারীতলা যুবক সংঘের ক্লাব প্রাঙ্গণ জন্মশতবর্ষ পালনে লাল – হলুদ বেলুন ও ইস্টবেঙ্গলের প্রতীকসহ ছোট ছোট পতাকায় সেজে উঠেছিল। রক্তদান শিবিরে লকডাউন ও করোনা পরিস্থিতির সমস্ত নিয়মাবলি পালন করা হয়। মোট ৪৫ জন রক্তদাতা এদিন রক্তদান করেছেন বলে জানাগিয়েছে।
আরও পড়ুনঃ সরকারি নির্দেশিকা মেনেই রাজ্যে পালিত হল কুরবানী ইদ, টুইটারে শুভেচ্ছা রাজ্যপাল-মুখ্যমন্ত্রীর
এলাকার বাসিন্দা তথা শিশু চিকিৎসক নীলাঞ্জন মুখার্জি এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ক্লাব সদস্য রাহুল ব্যানার্জি বলেন, “করোনা পরিস্থিতিতে রায়গঞ্জ ব্লাড ব্যাংকে রক্তসংকট দেখা দিয়েছে। এই সময়ে সাধারণ মানুষের পাশে থাকার জন্য ও ইস্টবেঙ্গল ক্লাবের একশো বছর পূর্তি উপলক্ষ্যে আমরা ক্লাবের পক্ষ থেকে সমস্ত সুরক্ষাবিধি মেনে রক্তদান শিবিরের আয়োজন করেছি। রক্তদান শিবিরে রায়গঞ্জের সবশ্রেণীর মানুষ অংশ নিয়েছিলেন।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584