নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
একদিকে যখন হাওড়ায় পুলিশ কর্মীদের উপর হামলার মতো ঘটনা ঘটেছে, ঠিক তখনই করোনা ভাইরাস মোকাবিলার যুদ্ধে সামনের সারিতে থাকা পুলিশ কর্মীদের গোলাপ ফুল ও চকোলেটের প্যাকেট দিয়ে সম্মান জানাল রায়গঞ্জের একদল যুবক।
রায়গঞ্জের ঘড়িমোড় এলাকায় পুলিশ কর্মীদের সম্মানিত করে স্থানীয় একদল যুবক। রায়গঞ্জ থানার আইসি সুরজ থাপা সহ অন্যান্য পুলিশ আধিকারিকদের এদিন সম্মান জানায় ওই যুবক দল। স্বাভাবিকভাবেই তাঁদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন রায়গঞ্জবাসী। পাশাপাশি এই উদ্যোগে খুশি রায়গঞ্জ থানার পুলিশ কর্মীরাও।
আরও পড়ুনঃ লকডাউনে দুঃস্থদের ত্রান বিতরণে কলেজের কর্ণধার তথা সমাজসেবী সুরজিৎ ঘোষ
ওই দলের এক সদস্য সৌরভ দাস বলেন, বর্তমান পরিস্থিতিতে পুলিশ কর্মীরা সামনের সারিতে দাঁড়িয়ে থেকে করোনার বিরুদ্ধে লড়াই করছেন। আমাদের জন্য কাজ করে যাচ্ছেন। এই কারণেই তাঁদের এদিন আমরা ফুল ও চকোলেটের প্যাকেট দিয়ে সম্মানিত করেছি। পুলিশ কর্মীদের পাশে থেকে সরকারি নির্দেশিকা মেনে এই ভাইরাস মোকাবিলায় আমরাও বাড়িতেই থাকব, এই সিদ্ধান্ত নিয়েছি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584