চলন্ত ট্রেন থেকে অজয় নদে পড়ে গিয়ে মৃত্যু হল গার্ডের

0
114

পিয়ালী দাস, বীরভূমঃ

মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল এক রেলকর্মীর। ঘটনাটি ঘটেছে বীরভূমের বোলপুর থেকে ভেদিয়া যাবার সময় মাঝে অজয় নদের রেলের সেতু তে। ট্রেন থেকে অজয় নদে পড়ে গিয়ে মৃত্যু হল ট্রেনের গার্ডের।

Accident spot | newsfront.co
পরিদর্শন। সংবাদ চিত্র

রেল সূত্রে জানা গিয়েছে, মৃত রেলকর্মীর নাম দেবীপ্রসাদ গাঙ্গুলী, বয়স ৫৭ বছর , তার বাড়ি নলহাটিতে। রবিবার বীরভূমের রামপুরহাট থেকে বর্ধমান জেলায় যাচ্ছিল রেলের কর্মীদের একটি বিশেষ ট্রেন।

rail guard | newsfront.co
নিজস্ব চিত্র

সেই ট্রেনটি বোলপুর ছেড়ে ভেদিয়া স্টেশন ঢোকার আগে অজয় নদের সেতুর কাছে এই দুর্ঘটনা ঘটে। তিনি সেতুর নিচে অজয় নদে পড়ে যান। এই ধরনের দুর্ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

আরও পড়ুনঃ করোনা সংক্রমণের চিকিৎসা ব্যবস্থা নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে কড়া হুঁশিয়ারি অধীরের

খবর পেয়ে ঘটনাস্থলে রেলের আধিকারিকরা ও রেল পুলিশ এসে পৌঁছায়। গার্ডের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তবে রেলকর্মী মৃত্যু ঘিরে ইতিমধ্যে রহস্যের দানা বেঁধেছে নিছকই অসাবধানবশত ট্রেন থেকে পড়ে গিয়ে দেবীপ্রসাদ গাঙ্গুলীর মৃত্যু হয়েছে নাকি তিনি আত্মহত্যা করেছেন সে বিষয়ে অবশ্য স্পষ্ট করে এখনো রেল দপ্তর তরফে কিছু জানা যায়নি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here