নিজস্ব সংবাদদাতা, মালদাঃ
করোনা মোকাবিলা করতে রেলের নির্দেশে মালদা ডিভিশনে তৈরি হচ্ছে বিশেষ আইসোলেশন ওয়ার্ড কোচ। মালদা ডিভিশনে মোট ৩০ টি আইসোলেশন ওয়ার্ড কোচ তৈরি করা হচ্ছে। এটিতে মূলত স্লিপার ও জেনারেল কোচেই তৈরি করা হচ্ছে আইসোলেশন।
মালদা ডিভিশন সুত্রে জানা গিয়েছে, প্রতিটি কোচের মিডিল বার্থ খুলে দেওয়া হচ্ছে। পাশাপাশি স্লিপার কোচে তৈরি করা হচ্ছে নয়টি করে কেবিন। একটি কেবিন থাকছে চিকিৎসক ও নার্সদের এবং রোগীদের থাকছে জন্য বাকি আটটি শয্যা। জেনারেল কোচ গুলিতে আটটি করে কেবিন তৈরি হচ্ছে।
আরও পড়ুনঃ আইসোলেশন-কোয়ারেন্টাইন সেন্টারে থাকবেন মনোবিদ, সিদ্ধান্ত স্বাস্থ্য ভবনের
এমনকি প্রতিটি কোচে দুটি করে অক্সিজেন সিলিণ্ডার রাখা হচ্ছে । এ ছাড়াও রোগীদের সুবিধার্থে প্রতিটি শৌচালয় পরিবর্তন করা হচ্ছে। এর পাশাপাশি জানালাগুলিতে বিশেষ নেট বসানো ও পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে কোচগুলিকে। তবে নির্দিষ্ট করার জন্য কোচের বাইরে লিখে দেওয়া হচ্ছে ‘আইসোলেশন কোচ’। ইতিমধ্যে মালদা স্টেশনের ডিপোতে ১৮ টি কোচ তৈরি হয়ে গিয়েছে। তবে দ্রুততার সাথে ২৪ ঘন্টায় দুটি শিফটিং-এ ২০ জন করে রেল কর্মী কাজ করছেন।
দ্রুত ৩০ টি আইসোলেশন কোচ তৈরির কাজ শেষ হবে বলে জানাচ্ছেন রেল কর্তারা। তবে মালদা ডিভিশনের ডিআরএম যতীন্দ্র কুমার জানান, “রেলের নির্দেশে মালদা ডিভিশনে আইসোলোশন কোচ তৈরির কাজ চলছে। রোগীদের টেস্ট হওয়ার আগে কোয়ারেন্টাইন হিসাবে ব্যবহৃত হতে পারে কোচগুলি। প্রত্যন্ত এলাকার রোগীদের নিয়ে আসার জন্য ব্যবহার হতে পারে এটি। তবে এখনও তেমন কিছু নির্দেশিকা আসেনি”।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584