নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
ভারতীয় রেলে মহিলাযাত্রীদের সুরক্ষার জন্য দক্ষিণ-পূর্ব রেলে শুক্রবার থেকে শুরু হল ‘ মাই সহেলী’ প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে কোন মহিলা যাত্রী ট্রেনে সফরকালে ১৮২ ডায়াল করলেই, মহিলা আরপিএফ কর্মী ঐ যাত্রীর সুরক্ষার জন্য হাজির হবেন।
শুক্রবার সন্ধ্যায় খড়্গপুরে রেলওয়ে সুরক্ষা বাহিনীর ১০৮ তম কনেস্টবল ব্যাচের দীক্ষান্ত সমারোহে উপস্থিত হয়ে একথা জানান, দক্ষিণ পূর্ব রেলের আইজি দেবেন্দ্র বি কাসর। শুক্রবার দিনই হাওড়া যশবন্তপুর ট্রেনে এই পরিষেবা পাইলট প্রকল্প হিসেবে চালু করা হয়েছে।
শনিবার ঐ ট্রেন টি যশবন্তপুর স্টেশনে পৌঁছানোর পর আরপিএফের মহিলা সুরক্ষা কর্মীরা ট্রেনে সফররত মহিলা যাত্রীদের সুরক্ষা সমন্ধে সচেতনতার কথা জানবেন বলে জানান আইজি।উল্লেখ্য, খড়্গপুরে, রেলের জোনাল প্রশিক্ষণ কেন্দ্র আরপিএফ- র ১০৮তম কনেস্টবল বাহিনীর ১৪৩ জন জওয়ান এদিন প্রশিক্ষণ পর্ব শেষ করলো।
ভারতীয় রেলের ১৭ টি জোন থেকে এই ১৪৩ জন কনেস্টবল পদমর্যাদার সুরক্ষাকর্মীদের শুক্রবার ৮ মাস ধরে চলা প্রশিক্ষণ শেষ হলো।
আরও পড়ুনঃ ২৪ ঘন্টা ধরে পরীক্ষা নেওয়া যাবে না, কলকাতা বিশ্ববিদ্যালয়কে চিঠি দিল ইউজিসি
এই প্রশিক্ষণ পর্বে ৮ মাসের মধ্যে কয়েক মাস করোনা পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করে উপযুক্ত সাবধানতা অবলম্বন করে বিভিন্ন ধরণের প্রশিক্ষণ নিতে হয়েছে বলেও জানান আইজি ৷
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584