বেসরকারি ট্রেন নিয়ে আরও ব্যাকফুটে রেলমন্ত্রক

0
71

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

করোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন। এই লকডাউনে লোকাল ট্রেন বন্ধ থাকলেও বেশ কিছু প্যাসেঞ্জার ট্রেন চলবে বলে জানায় রেল। তবে সেগুলি বেসরকারি সংস্থার ট্রেন। এবার সেই বেসরকারি ট্রেন নিয়ে আরও ব্যাকফুটে চলে গেল রেলমন্ত্রক। ঘোষণা হলেও শুরুতে সর্বোচ্চ গতিতে চলবে না বেসরকারি ট্রেন।

Indian Railways | newsfront.co
প্রতীকী চিত্র

সর্বোচ্চ গতিতে ট্রেন চলছে এমনটা দেখার জন্য অপেক্ষা করতে হবে এখনও বেশ কিছু বছর। এখানেই উঠছে প্রশ্ন। অনেকেই বলছেন, যদি এইমুহূর্তে উচ্চগতি সম্পন্ন ট্রেন চালানোর মতো পরিকাঠামোই না থাকে, তাহলে কেনো এত আগে থেকে এত জাঁকজমক করে এর ঘোষণা করে দিল রেলমন্ত্রক? রেল বোর্ড সিদ্ধান্ত নিয়েছিল, সারা দেশের যে ১০৯টি রুটে মোট ১৫১টি বেসরকারি ট্রেন চালানো হবে, সেগুলি চলবে ঘন্টায় ১৬০ কিলোমিটার হ গতিবেগে। ফলে জার্নি টাইম অনেকটাই কমবে।

আরও পড়ুনঃ ৩ না ৫ পচ্ছন্দ করবেন মোদী, আগষ্টে শুরু হবে রাম মন্দির নির্মাণের কাজ

যার অর্থ হল, সাধারণ রেলযাত্রীরা অনেক দ্রুত পৌঁছতে পারবেন নির্দিষ্ট গন্তব্যে। কিন্তু শনিবার রেলমন্ত্রকের অতিরিক্ত মহানির্দেশক (জনসংযোগ) ডি জে নারায়ণ জানিয়েছেন, ‘ঘন্টায় ১৬০ কিলোমিটার গতিতে নয়, প্রাথমিকভাবে ১৩০ কিমি গতিতে চলবে বেসরকারি ট্রেনগুলি। ২০২৪ সালের মার্চ মাসের পর থেকে এই ট্রেনগুলি ১৬০ কিলোমিটার প্রতি ঘন্টায় চলতে পারে।’ আর রেলের এই বিবৃতিতেই এখন জল্পনার সৃষ্টি হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here