বাড়তে চলেছে রেলের প্ল্যাটফর্ম টিকিটের ভাড়াও

0
62

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

রেলওয়ে বোর্ডের চেয়ারম্যানের তরফে সব ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারের কাছে নির্দেশ দেওয়া হয়েছে প্ল্যাটফর্ম টিকিটের দাম বাড়ানোর জন্য যাতে প্ল্যাটফর্ম গুলোতে অযাচিত ভিড় নিয়ন্ত্রণে রাখা যায়। ভাড়া বাড়িয়ে কত হবে, তা সেইসব ডিভিশনের আধিকারিকরা এলাকাভিত্তিক সিদ্ধান্ত নেবেন।

Indian railway | newsfront.co
ফাইল চিত্র

কোভিড১৯ প্যান্ডেমিকের আনলক পর্যায়ে সেসব স্পেশাল ট্রেন চলছে, সেগুলির ক্ষেত্রে প্ল্যাটফর্ম টিকিটের দাম বাড়িয়ে প্ল্যাটফর্মে ভিড় নিয়ন্ত্রণে রাখাই রেলমন্ত্রকের উদ্দেশ্য।

কংগ্রেসের দিগ্বিজয় সিং যদিও আপত্তি জানিয়ে বলেন, কংগ্রেস আমলে প্ল্যাটফর্ম টিকিটের দাম ছিল তিন টাকা, বিগত দশ বছরে তা বেড়ে দাঁড়িয়েছে ৫০ টাকা, বিজেপি সরকারের আমলে কি ভাবে প্রতিটি জিনিসের দাম বেড়েছে যাতে ভুগছেন সাধারণ মানুষ তার উদাহরণ এটিও।

আরও পড়ুনঃ আর আলাদা নয়, ব্যাঙ্ক-রেল-অন্যান্য সরকারি নিয়োগে অভিন্ন পরীক্ষা

রেলমন্ত্রকের মুখপাত্র, তাঁর অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে জানিয়েছেন, প্রথম পুনে জংশনে প্ল্যাটফর্ম টিকিটের দাম ৫০ টাকা করা হয়। প্যান্ডেমিকের কারণে সাম্যাজিক দূরত্ব বজায় রাখা জরুরি। এক্ষেত্রে প্ল্যাটফর্ম টিকিটের দাম বেশি রাখলে অবাঞ্ছিত লোক সমাগম এড়ানো যাবে।

রেল পরিষেবা স্বাভাবিক হতে সময় লাগবে, ২৩০ টি স্পেশাল ট্রেন এখন দেশজুড়ে চালানো হচ্ছে, প্রয়োজনে স্পেশাল ট্রেনের সংখ্যা আরও বাড়ানো হতে পারে, জানিয়েছে রেলমন্ত্রক।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here