বাড়ল পাঞ্জাবে রেল রোকো কর্মসূচির মেয়াদ

0
106

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

কৃষি বিলের প্রতিবাদে উত্তাল গোটা দেশ। রাস্তায় নেমেছেন পাঞ্জাব, হরিয়ানার বড় অংশের কৃষকের দল। নতুন কৃষি বিলের প্রতিবাদে কয়েকদিন ধরে পাঞ্জাবে রেল লাইন অবরোধ করে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন কৃষকরা। শুরু হয়েছে ‘রেল রোকো’ আন্দোলন। কৃষি বিলের প্রতিবাদে কৃষকদের এই কর্মসূচী চলার কথা ছিল শনিবার পর্যন্ত।

Rail Roko | newsfront.co
প্রতীকী চিত্র

কিন্তু শুক্রবারই কিষান মজদুর সংঘর্ষ সমিতির রাজ্য সম্পাদক সারওয়ান সিংহ পান্ধের জানিয়ে দিয়েছেন, আন্দোলনের সময়সীমা আরও তিনদিন বাড়ানো হয়েছে। অর্থাৎ ২৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে আন্দোলন।

আগামী দু’দিনের কর্মসূচি সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, ‘‘আজ, ২৭ সেপ্টেম্বর মহিলারা আন্দোলনে যোগ দেবেন। পরের দিন ভগৎ সিংয়ের জন্মদিন। ওই দিন, ২৮ সেপ্টেম্বর আন্দোলনে যোগ দেবেন যুব সম্প্রদায়।’’

আরও পড়ুনঃ বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ছাড়ল শিরোমনি আকালি দল

তিনি আরও বলেন, ‘‘আমরা আমাদের প্রতিবাদস্থলে কোনও রাজনৈতিক নেতাদের আসতে দেব না। নতুন কৃষি বিল প্রত্যাহার না করা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।’’

এর আগে গত ১৭ সেপ্টেম্বর শিরোমণি আকালি দলের সদস্য ও সাংসদ হরসিমরত কৌর বাদল কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন এই বিলের বিরোধিতা করে।

আরও পড়ুনঃ তৃণমূল কংগ্রেসের নেতা আসছেন, তাই আমাকে সরতে হবে- ক্ষোভ প্রকাশ রাহুলের

‘রেল রোকো’-র কারণে ইতিমধ্যেই ফিরোজপুর ডিভিশনের বহু বিশেষ ট্রেন বাতিল হয়েছে। যাত্রীদের সুরক্ষা ও রেলের সম্পত্তির নিরাপত্তার দিকে তাকিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাঞ্জাবের মতোই কৃষি বিলের বিরুদ্ধে আন্দোলন চলছে ওড়িশা ও হরিয়ানাতেও। যদিও এই বিল থেকে কৃষকরা উপকৃত হবেন বলেই মনে করছে কেন্দ্রীয় সরকার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here