নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
লোকসভার পর গত রবিবার রাজ্যসভায় কৃষি বিল পাশ হয়েছে। তারই প্রতিবাদে বৃহস্পতিবার পাঞ্জাবের কিষাণ মজদুর সংঘর্ষ কমিটির সদস্যরা বসে পড়লেন রেল লাইনের ওপর। এই বিলের বিরুদ্ধে অমৃতসরের শুরু হয়ে গেল ‘রেল রোকো’ আন্দোলন।
কৃষকদের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়, রেল লাইনে বসে রেল আটকে প্রতিবাদ করার। পূর্বেই এই কমিটি ঠিক করেছিল যে, তাঁরা ৩ দিন ব্যাপী এই রেল রোকো কর্মসূচি গ্রহণ করবেন। ২৪ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই আন্দোলন। সেই মতোই কৃষকরা আজ রেল লাইনের ওপর বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন।
আরও পড়ুনঃ কঙ্গনার বিরুদ্ধেও হোক মাদক-তদন্ত দাবি বিজেপি নেতার
আগাম ব্যবস্থা নিয়ে ওই তিনদিন বেশকিছু ট্রেন বাতিল করেছে নর্দার্ন রেলওয়ে। ঘুরিয়ে দেওয়া হয়েছে কয়েকটি ট্রেনের রুট। এই কৃষি বিলের প্রতিবাদে ১ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের জন্য রেল রোকো কর্মসূচি গ্রহণ করলেন পঞ্জাবের কৃষকরা। কৃষকদের ৩১টি সংগঠন মিলিতভাবে এই সিদ্ধান্ত নিয়েছে।
ফিরোজপুর ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার রাজেশ আগরওয়াল জানিয়েছেন, কৃষকদের রেল রোকো কর্মসূচি থাকায় সব স্পেশ্যাল ট্রেন ওই তিন দিন বাতিল করা হয়েছে।
আরও পড়ুনঃ চুক্তির শর্ত মানছে না রাফাল নির্মাণকারী সংস্থাঃ সিএজি
তিনি বিবৃতি দিয়ে জানান, ‘আমাদের সম্পত্তি রক্ষার জন্য এবং যাত্রীদের সুরক্ষার কথা বিবেচনা করে এই তিনদিন ফিরোজপুর ডিভিশন দিয়ে চলা সব যাত্রীবাহী ট্রেন বাতিল করা হয়েছে। ২৪ সেপ্টেম্বর ভোর ৬ টা থেকেই এই নির্দেশ কার্যকরী হবে। পরিস্থিতি বুঝে মালগাড়ির গতিবিধি ঠিক করা হবে।’ বর্তমানে প্রতিদিন পাঞ্জাবে ১৪ জোড়া যাত্রীবাহী ট্রেন চলছে।
এ দিকে, পাঞ্জাবের সব কৃষক সংগঠন মিলে কিষাণ সংঘর্ষ কমিটি নামে একটি যৌথ কমিটি গঠন করেছে। গ্রামে কোনও বিজেপি জনপ্রতিনিধিদের ঢুকতে দেওয়া হবে না বলেও সিদ্ধান্ত নিয়েছে কৃষকদের এই সংগঠন। কৃষি বিলের বিরুদ্ধে প্রস্তাব পাশ করার জন্য গ্রাম সভার কাছে তাঁরা আবেদনও করেছেন। এ জন্য একটি বৈঠকেরও আয়োজন করেছেন তাঁরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584