ভুয়ো অর্ডার দেখিয়ে রেল ইঞ্জিন বিক্রি করে ফেললেন বিহারের ইঞ্জিনিয়ার

0
69

শরীয়তুল্লাহ সোহন, ওয়েব ডেস্কঃ

সিনেমায় দেখা যায় বিভিন্ন রকম রোমাঞ্চকর থ্রিলার। দেখা যায় আস্ত রোলার, এয়ারপোর্ট সহ বিমান, বিভিন্ন বন্দর বিক্রি হতে। এবার সিনেমার ধাঁচেই পুরো রেল ডিপার্টমেন্টকে ধোঁকা দিয়ে এক ইঞ্জিন বিক্রি করে ফেললেন রেলে কর্মরত ইঞ্জিনিয়ার। এমনই ঘটনা ঘটেছে বিহারের পূর্ণিয়া কোর্ট স্টেশনে।

Bihar Purnia Court

এই বিষয়ে অভিযোগ করা হলে তদন্তে নামে পুলিশ সঙ্গীতা কুমারী নামের এক পুলিশ ইন্সপেক্টরের তত্ত্বাবধানে। তদন্তে পুলিশের চক্ষু চড়কগাছ। মানুষ কত রকমের দুর্নীতি করতে পারে দেখে পুলিশও ‘থ’ হয়ে গেছে। এই ঘটনার সাথে জড়িত ইঞ্জিনিয়ার এর নাম রাজীব রঞ্জন ঝাঁ। তিনি সমস্তিপুর লোকো ডিজেল শেডের দায়িত্বে ছিলেন। সেখানেই এই স্টিম ইঞ্জিনটি রাখা ছিল দীর্ঘ দিন যাবৎ। তিনি ভুয়ো বিক্রির অর্ডার দেখিয়ে বিক্রি করে দেন ইঞ্জিনটি। শুধু বিক্রি করেই ক্ষান্ত হননি তিনি, গ্যাস কার্টার দিয়ে পুরো ইঞ্জিনটিকে টুকরো টুকরো করে কেটে লোপাট করে দেন। আর এই কাজে সহায়তা করেন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সুশীল যাদব।

আরও পড়ুনঃ কাফ সিরাপের বিষক্রিয়ার জেরে মৃত্যু ৩ শিশুর, অভিযোগ দিল্লির মহল্লা ক্লিনিকের বিরুদ্ধে

এমন ঘটনায় সন্দেহ হলে তৎক্ষণাৎ প্রতিবাদ করেন আউট পোস্ট ইনচার্জ এম এস রহমান। তাঁকেও ভুয়ো অর্ডার দেখিয়ে থামিয়ে দেন অভিযুক্ত রাজীব। তবে এমন ঘটনায় ঘোর সন্দেহ হয় রহমানের। তিনি এই নিয়ে এফআইআর দায়ের করেন রেল পুলিশে। পুলিশ তদন্তে নেমে সব বিষয় খতিয়ে দেখে বুঝতে পারেন এমন কোনো অর্ডারই আসেনি রেল দফতর থেকে। অবশেষে রেল পুলিশ ওই অভিযুক্ত দুই ইঞ্জিনিয়ার সহ আরও সাত জনকে গ্রেফতার করেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here