বদরুল আলম, খড়গপুর:
ভোগান্তির মুখে পড়তে চলেছেন রেল যাত্রীরা ।
রেল যাত্রীরা আগামী ৪ঠা নভেম্বর থেকে ১৯ শে নভেম্বর পর্যন্ত ভোগান্তির মুখে পড়বেন । দক্ষিণ-পূর্ব রেলওয়ের খড়্গপুর ডিভিশনের ডিআরএম শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানান । খড়্গপুর ডিভিশনের সমস্ত ট্রেন ঐ দিনগুলিতে সমস্যার মুখে পড়বে এবং অস্বাভাবিক দেরি করে চলবে ট্রেনগুলি ।
ফলে যাত্রীরা সমস্যায় পড়বেন । কিন্তু কেন এই যাত্রী দুর্ভোগ । খড়্গপুর ডিভিশনের ডিআরএম কে আর রেড্ডি জানান-খড়্গপুর ডিভিশন থেকে এতদিন রুট রিলে ইন্টার লকিং সিগন্যালিং সিস্টেমের মধ্য দিয়ে ট্রেনগুলিকে পাস করানো হতো । ফলে কাজটি যেমন সমস্যার ছিল, তেমনি অহেতুক দেরি হতো পরিষেবা দিতে । মেল থেকে এক্সপ্রেস এবং প্যাসেঞ্জার ট্রেনগুলির গতি নিয়ন্ত্রণ করতে হতো । এবারে সেই সমস্যা দূর হতে চলেছে । রেলের সিগন্যালিং ব্যবস্থায় জোরদার করতে ইলেক্ট্রনিক রুটরিলে সিগন্যালিং সিস্টেম চালু করার জন্যই আগামী ৪-১৯ নভেম্বর পর্যন্ত কাজ করা হবে ।
এই দিনগুলিতে দক্ষিণ-পূর্ব রেলওয়ের খড়গপুর ডিভিশনের ওপর দিয়ে যাওয়া ট্রেনগুলিকে নিয়ন্ত্রণ করা হচ্ছে । দক্ষিণ ভারত থেকে আসা ট্রেনগুলিকে হিজলি স্টেশন,হাওড়া থেকে আসা ট্রেনগুলিকে বালিচক ও ঝাড়গ্রাম থেকে আসা ট্রেনগুলিকে কলাইকুণ্ডা স্টেশনে দাঁড় করানো হবে । কিছু ট্রেনের যাত্রাপথ যেমন নিয়ন্ত্রণ করা হচ্ছে আবার কিছু ট্রেন বাতিল করা হচ্ছে বলে জানা গেছে । প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয় যে আগামী ১৯ নভেম্বর ১২ ঘন্টা বন্ধ থাকবে ট্রেন চলাচল ।
যাত্রীদের দুর্ভোগ মেটাতে রেল বিভাগ রাজ্য সরকারের সঙ্গে কথা বলে বাস ও অন্যান্ন পরিষেবায় জোর দেওয়ার কথা জানাচ্ছে বলে জানিয়েছেন ডিআরএম কে রবিনকুমার রেড্ডি । অতিরিক্ত সরকারি ও বেসরকারি বাস সহ অন্যান্ন যান চালানোর অনুরোধ করা হয়েছে রাজ্য সরকারের কাছে । রেড্ডি আরও জানান-সিগন্যালিং সিস্টেম উন্নতির জন্য ঐ দিনগুলিতে তাদের এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তারা ।।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584