নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
গত রবিবার বিকেল ৪ টে থেকে হঠাৎই নিখোঁজ হয়ে যায় পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার কোলা গ্রামের বছর ১৩র কিশোর অভিজিৎ মন্ডল। জানাযায় রবিবার বিকেল চারটে নাগাদ পার্শ্ববর্তী কুখাবাড় গ্রাম থেকে বাড়ির উদ্দেশ্যে বেরোয় অভিজিৎ।
তারপর আর খোঁজ পাওয়া যায়নি সপ্তম শ্রেণীর ঐ কিশোরের। এরপর পরিবার ও স্থানীয়দের চেষ্টায় বিভিন্ন জায়গায় খোঁজখবর চালানো হয় এবং পরিবারের তরফ থেকে কোলাঘাট থানায় নিখোঁজ ডায়েরী করা হয়।তবে সোমবার বিকেলেই কোলাঘাটে তাকে দেখতে পান স্থানীয়রা। তবে ঐ কিশোর জানায়,তার মামারবাড়ি কুখাবাড় থেকে সাইকেলে করে যাওয়ার সময় একটি সাদা রং এর স্করপিওর পাশদিয়ে পেরোতেই নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেল থেকে পড়ে যায় এবং জ্ঞান হারায়।
আরও পড়ুনঃ শালবনিতে তৃণমূলের বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা
তার যখন জ্ঞান ফেরে, সে তখন বর্ধমান স্টেশনে চেয়ারে বসে রয়েছে। এরপর আর পি এফের সহায়তায় তাকে টিফিন খাইয়ে হাওড়া স্টেশনে আনে। এরপর মেদিনীপুরগামী লোকাল ট্রেনে ড্রাইভারের কাছে তাকে তুলে দেয় এবং কোলাঘাট স্টেশনে তাকে নামিয়ে দেয় বলে জানায় কিশোর।
তবে তার এই বিবৃতি কতটা যুক্তিযুক্ত তানিয়ে তদন্ত করছে পুলিশ। তবে ২৪ ঘন্টার মধ্যেই নিখোঁজ কিশোর উদ্ধার হওয়ায় খুশি তার পরিবারসহ গ্রামবাসীরা।এদিন বিকেলে তার মামারবাড়িতে নিয়ে আসা হয়। বহুমানুষ ভিড়জমান উদ্ধার হওয়া কিশোর অভিজিৎ কে দেখবার জন্য।তবে অভিজিৎ এর মা দেবশ্রী মন্ডল জানান,ছেলেকে খুঁজে পেয়ে রীতিমতো খুশি।রেলপুলিশের সহযোগিতা পেয়ে বাড়ি ফেরায় রেল পুলিশকে ধন্যবাদ জানান তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584