মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
‘মিলে সুর মেরা তুমাহারা’ কানের কাছে এই সুর ভেসে এলেই নয়ের দশকের জনপ্রিয় গানটির কথা মনে পড়ে যায় আপামর ভারতবাসীর। সেই সময় এত চ্যানেলের রমরমা ছিল না, একমাত্র দূরদর্শনের পর্দায় দেখা যেত এই গানের ভিডিও। এই গান সমগ্র দেশবাসীকে দেশাত্মবোধ, একতা, বৈচিত্র্য এবং সম্প্রীতির বার্তা দেয়। অতীতের এই জনপ্রিয় সুর এবার নতুন রূপে পরিবেশন করল ভারতীয় রেল। শনিবার রেল মন্ত্রকের তরফে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে এই গান। এর মধ্যেই এই গানের নতুন রূপ নেটিজেনদের মন জয় করে নিয়েছে।
১৯৮৮ সালে স্বাধীনতা দিবসের দিন দূরদর্শনের পর্দায় ‘মিলে সুর মেরা তুমাহারা’ গানের ভিডিও প্রথমবার প্রকাশ্যে আসে। এই গানের সংগীত পরিচালনার দায়িত্বে ছিলেন ভীমসেন জোশী। কথা লেখেন পীযূষ পাণ্ডে।অতীতের এই গানে কণ্ঠ দিয়েছিলেন কিংবদন্তী শিল্পী লতা মঙ্গেশকর, কবিতা কৃষ্ণমূর্তি, এম বালামুরলীকৃষ্ণ-সহ আরও অনেকে।
ভিডিওতে দেখা গিয়েছিল বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন, মিঠুন চক্রবর্তী, জিতেন্দ্র, হেমা মালিনী, তনুজা, শর্মিলা ঠাকুর-এর মতো তারকাকে। এরপর ২০১০ সালে এই গানটি রিমেক করা হয়। তখন এই ভিডিওটির নাম দেওয়া হয় ‘ফির মিলে সুর মেরা তুমহারা’।
भारतीय रेल द्वारा सभी देशवासियों को समर्पित "मिले सुर मेरा तुम्हारा" pic.twitter.com/K9YIyv8lYi
— Ministry of Railways (@RailMinIndia) October 8, 2021
এবার ২০২১ সালে রেলওয়ে মন্ত্রকের তরফে আবারও নতুনভাবে প্রকাশিত হল এই গান। গানটি গেয়েছেন রেল কর্মচারীরা। গানের ভিডিওতে ২০২০ সালের টোকিও অলিম্পিক্সে যাঁরা পদক জিতেছেন সেইসব ক্রীড়াবিদদেরও দেখা গিয়েছে।
আরও পড়ুনঃ ‘গাঁজা খেয়ে জেল’ আর ‘খুনে বাড়ির আরাম’, দুই কান্ডে বিস্ফোরক স্বরা ভাস্কর থেকে সোনু সুদ
ভারতীয় রেল মন্ত্রক জানিয়েছে, “গোটা দেশের কথা মাথায় রেখেই কেন্দ্রের ‘আজাদি কা অমৃত মহোৎসব’ প্রকল্পের আওতায় এই গানটি তৈরি করা হয়েছে। ভিডিওর শুরুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই গানের ভূয়সী প্রশংসা করেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584