অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
বৃষ্টিতে বিঘ্ন গাব্বা টেস্টের দ্বিতীয় দিন। ব্রিসবেন টেস্টে দ্বিতীয় দিনের শেষে অস্ট্রেলিয়ার থেকে ৩০৭ রানে পিছিয়ে ভারত। অস্ট্রেলিয়াকে ৩৬৯ রানে অলআউট করার পর ভারত ২ উইকেট হারিয়ে ৬২ রান তুলেছে। ক্রিজে রয়েছেন পূজারা ও রাহানে। চা পানের বিরতির পর দিনের তৃতীয় সেশন বৃষ্টিতে পণ্ড হয়ে যায়। ফলে, তৃতীয় সেশনে এদিন এক বলও গড়ায়নি। এদিন ভারতের-সহ অধিনায়ক রোহিত শর্মা ফের টেস্ট ক্রিকেটে বড় রান করতে ব্যর্থ।
চরোহিত শর্মা ৪৪ রান করে লিওর বলে মারতে গিয়ে আউট হন। রোহিত ৬টি চার হাঁকিয়েছেন। হিটম্যানের ওপেনিং সঙ্গী শুভমান গিল অবশ্য এদিন রান পেলেন না। ৭ রান করে তিনি কামিন্সের ডেলিভারিতে স্মিথের হাতে ক্যাচ দিয়ে আউট হন।
আরও পড়ুনঃ অভিষেক সুখের হল না, অর্জুনের প্রথম ম্যাচে হারের হ্যাটট্রিক মুম্বইয়ের
ভারতের হয়ে ওয়াশিংটন সুন্দর ও টি নটরাজনের ৩টি করে উইকেট অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্রিসবেন টেস্টে ভারতের হয়ে, ওয়াশিংটন সুন্দর ও টি নটরাজন ৩টি করে উইকেট নিয়েছেন। কেরিয়ারে প্রথম টেস্ট খেলতে নেমেই বল হাতে দুই তরুণ ক্রিকেটার দারুণ অবদান রাখেন। নটরাজন ও ওয়াশিংটন সুন্দরের পাশাপাশি শার্দুল ঠাকুরও ভারতের হয়ে ৩টি উইকেট নেন।
অস্ট্রেলিয়া প্রথম দিনের ৫ উইকেটে ২৭৪ রান থেকে শুরু করে টিম পেইন এবং গ্রিনের জুটি অজিদের এদিন তিনশো রানের গণ্ডি পার করে। এছাড়া টিম পেইন অর্ধ শত রান করেন। অস্ট্রেলিয়ার লোয়ার অর্ডার ও ব্যাট হাতে ভালো অবদান রাখে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584