নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ
একমাত্র সুরেশ রায়নাই জানতেন যে তার গুরু মহেন্দ্র সিং ধোনি অবসর নেবেন। তাই তিনিও নিজের অবসরের সময়টা প্রিয় অধিনায়কের সঙ্গে নেবেন বলে ঠিক করে রেখেছিলেন। আর দুজনেই অবসর নিয়ে একে অপরকে জড়িয়ে ধরে কেঁদেছিলেন। ঠিক তাই ঘটেছিলো জানালেন রায়না।
ধোনি উজ্জ্বলতাতে চাপা পড়ে গেলেও রায়নার ক্রিকেট জীবন কম আকর্ষণীয় নয়। ২২৬ ওয়ান ডে ম্যাচ খেলেছেন। পাকিস্তানের বিরুদ্ধে ওয়ান ডে বিশ্বকাপ সেমি ফাইনালে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন।
আরও পড়ুনঃ ধোনির তিনটে আইসিসি ট্রফি জেতার রেকর্ড কেউ ভাঙতে পারবে নাঃ গম্ভীর
তিনি অবসরের পর জানান, ‘আমরা শনিবারই অবসর ঘোষণা করার মনস্থির করে ফেলেছিলাম। ধোনির জার্সি নম্বর ৭ এবং আমার ৩। দু’য়ে মিলে ৭৩। আর ১৫ অগস্ট ভারতবর্ষ তাঁর ৭৩ তম স্বাধীনতা দিবস পূর্ণ করল। তাই এর চেয়ে ভালো দিন আর হতে পারত না। আমার অবসর ঘোষণাতে ধোনির হাত ছিল না। এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত।‘
এরপরে রায়না বলেন, ‘অবসর ঘোষণা করার পর আমি এবং মাহি ভাই পরস্পর আলিঙ্গনবদ্ধ হই এবং কেঁদেছিলাম দুজনেই। ‘
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584