অলোক আচার্য, গয়েশপুরঃ
ইস্টবেঙ্গলের কাছে রেফারির বিতর্কিত পেনাল্টি থেকে পরাজয়ের পর এরিয়ানকে এক গোলে হারিয়ে কলকাতা ফুটবল লিগ টেবিলের শীর্ষে পৌঁছে গেল নিউব্যারাকপুর রেনবো এসি (তৃতীয় স্থানে)। কাঁচড়াপাড়া গয়েশপুর স্টেডিয়ামে রবিবার দুপুরে নিউব্যারাকপুর রেনবো অ্যাথলেটিক ক্লাব ও এরিয়ান ক্লাব মুখোমুখি হয়েছিল।বৃষ্টিভেজা মাঠেও রেনবো প্রথম থেকেই ছিল আক্রমণাত্মক। এই গয়েশপুর স্টেডিয়ামের মাঠেই রেনবোর নিয়মিত অনুশীলন চলে।খেলার প্রথমার্ধে কোনো দলই কোনো গোল করতে পারে না।দ্বিতীয়ার্ধে ৮৭ মিনিটের মাথায় রেনবোর মিডহাফ খোকন মন্ডলের শটে অসাধারণ গোলটি করে রেনবো জয়ের মুখ দেখল।রেনবোর কোচ তড়িৎ ঘোষ জানান, খেলোয়াড়রা প্রথম থেকেই ভালো খেলেছে। বিপক্ষ দলকে চাপে রেখে খেলেছে। মাঝ মাঠ রেনবোর দখলে ছিল।খেলোয়াড়দের আত্মবিশ্বাস ও ফিটনেস এখন তুঙ্গে রয়েছে ।রেনবোর সভাপতি সুখেন মজুমদার বলেন, ইস্টবেঙ্গলের বিরুদ্ধে বিতর্কিত পেনাল্টি থেকে রেনবো একটি গোল খেলেও খেলোয়াড়রা হতাশ হলেও সেই হতাশা কাটিয়ে এরিয়ানের বিরুদ্ধে তারা ভালো খেলেছে।বৃষ্টি ভেজা মাঠে খেলোয়াড়রা ভালো লড়াই দিয়েছে। তিন প্রধানের কাছে হেরে গেলেও রেনবোর মনোবল এখন তুঙ্গে। এই মুহূর্তে ৬টি খেলায় তারা ১২পয়েন্ট পেয়েছে।৩টিতে জয়ী ও ৩টিতে পরাজিত হয়েছে রেনবো। লিগের পরবর্তী খেলাগুলিতে রেনবো আরও চমক দেবে বলে আশা করা যায়।এদিন খেলায় ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন খোকন মন্ডল।বৃষ্টির মধ্যেও মাঠে খেলা দেখতে ভিড় জমানো দর্শকদের উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।রেনবোর পরবর্তী খেলা টালিগঞ্জ অগ্রগামীর সঙ্গে বারাসত বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে।
আরো পড়ুনঃ তৃণমূলের সন্ত্রাসের প্রতিবাদে বিজেপির সাইকেল মিছিল
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584