ওয়েবডেস্ক, নিউজ ফ্রন্ট:
কেরল সরকারের পর এবার নতুন নাগরিকত্ব সংশোধনী আইন ২০১৯ কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল রাজস্থান সরকার।
Following the State of Kerala, the State of Rajasthan has now filed an Original Suit in the #SupremeCourt under Article 131 of the Constitution challenging the constitutional validity of the #citizenshipamendementact 2019.
Read more: https://t.co/P512o7GHcA
#CAA_NPR_NRC pic.twitter.com/7TCYU3UCe3— Live Law (@LiveLawIndia) March 16, 2020
রাজস্থান সরকারের আবেদনে দাবি করা হয়েছে যে নতুন নাগরিকত্ব সংশোধনী আইন ভারতের সংবিধানের মূল ভাবনা ও মৌলিক অধিকারের উপর আঘাত হানে।
নতুন নাগরিকত্ব সংশোধনী আইন ছাড়াও এই আবেদনে পাসপোর্ট আইন ২০১৫ এবং বিদেশি সংশোধনী অর্ডার ২০১৫ কেও চ্যালেঞ্জ করা হয়েছে।
সুপ্রিম কোর্টে নেই নেই করে ১৪০ টি আবেদন জমা পড়েছে নতুন নাগরিকত্ব সংশোধনী আইনকে চ্যালেঞ্জ জানিয়ে। গত ২২ শে জানুয়ারি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ নোটিশ ইস্যু করে কেন্দ্র সরকারকে ৪ সপ্তাহ সময় দেয় জবাবের জন্য।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের মানবাধিকার হাই কমিশনার আইসিসিপিআর ও অন্যান্য আন্তর্জাতিক চুক্তিতে ভারতের বাধ্যবাধকতার কথা উল্লেখ করে সিএএ’র ব্যাপারে ইতিমধ্যে হস্তক্ষেপ করেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584