ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:
শচীন পাইলট ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবেন না স্পিকার বলে রায় দিল রাজস্থান হাইকোর্ট।
[Breaking] Relief To Sachin Pilot Camp : Rajasthan HC Orders Status Quo On Speaker's Notices ; Defers Judgment Till SC Orders https://t.co/03fY8LH6a9
— Live Law (@LiveLawIndia) July 24, 2020
শচীন ও তাঁর অনুগামীরা মুখ্যমন্ত্রী অশোক গেহলটের ডাকা বৈঠকে অনুপস্থিত থাকেন। পরে স্পিকার সিপি যোশী হুইপ জারি করা সত্বেও তাঁরা অনুপস্থিত থাকলে তাদের বিধায়ক পদ খারিজ করা হয়।তার বিরুদ্ধে রাজস্থান হাইকোর্টের দ্বারস্থ হন শচীন ও তার অনুগামীরা। প্রাথমিকভাবে রজস্থান হাই কোর্ট স্পিকারের বিধায়ক পদ সিদ্ধান্তের উপর স্থগিতাদেশ দেয় রাজস্থান হাইকোর্ট। এই রায়ের বিরুদ্ধে আবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন স্পিকার সিপি যোশী।
বৃহস্পতিবার সেই মামলার শুনানিতে জাস্টিস অরুণ মিশ্রের নেতৃত্বাধীন বেঞ্চ স্পিকারের উদ্দেশ্যে বলে, “মাত্র একটা দিনের ব্যাপার, এটুকু অপেক্ষা করতে পারবেন না কেন?”
সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে এদিন জানিয়ে দেয় যে শচীন পাইলট ও তাঁর অনুগামীদের আনা অযোগ্যতার বিরুদ্ধে যে কোনো নির্দেশ দিতে পারে হাইকোর্ট।
স্পিকার সিপি যোশীর হয়ে বর্ষীয়ান আইনজীবী কপিল সিব্বল আদালতের সামনে তুলে ধরেন যে বিদ্রোহী বিধায়করা হরিয়ানায় গিয়ে দীর্ঘদিন থাকার পর জানান তাঁরা বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ চান। বিদ্রোহী বিধায়কদের এই পদক্ষেপ তাদের অযোগ্যতার প্রমাণ কিনা সেটা স্পিকারের ঠিক করার কথা, আদালতের নয়-বলেও সাওয়াল করেন তিনি।
সভাতে অনুপস্থিত থাকার কারণে কি বিধায়কদের অযোগ্য ঘোষণা করা যায় বলে প্রশ্ন করে শীর্ষ আদালত। এ প্রসঙ্গে কপিল সিব্বল আদালতের সামনে তুলে ধরেন যে সভায় অংশ নেওয়ার জন্য স্পিকার হুইপ জারি করেছিলেন, তা সত্বেও তাঁরা অনুপস্থিত থাকেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584