মুসলমান হওয়াই ফেরানো হলো প্রসূতিকে! মৃত্যু নবজাতকের

0
120

ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:

প্রসূতির ধর্মপরিচয় দেখে হাসপাতালে ভর্তি না নেওয়ার অভিযোগ উঠল রাজস্থানে। ঐ মহিলা পরে অ্যাম্বুলেন্সের মধ্যে প্রসব করলে সদ্যজাতের মৃত্যু হয়।

তার স্বামী ইরফান খান অভিযোগ করেন যে অন্তঃসত্ত্বা অবস্থায় স্ত্রীকে সিকরি এলাকার স্থানীয় হাসপাতালে ভর্তি করতে নিয়ে যাওয়া হলে তারা রেফার করে প্রসূতিকে ভরতপুরের মহিলা হাসপাতালে পাঠায়। তার অভিযোগ সেখানে তাদের ধর্ম পরিচয় জিজ্ঞেস করা হয়। ডাক্তাররা জানিয়ে দেন অন্তঃসত্ত্বা যেহেতু মুসলিম তাই প্রসূতির চিকিৎসা এখানে করা যাবে না।তাকে জয়পুরে রেফার করে দেওয়া হয় । তার বক্তব্য অ্যাম্বুলেন্সে জয়পুরে নিয়ে যাওয়ার পথে তার স্ত্রী সন্তান প্রসব করেন। “কিন্তু আমাদের সন্তান বাঁচেনি। আমাদের সন্তানের মৃত্যুর জন্য জেলা প্রশাসনই দায়ী”বলে অভিযোগ করেন তিনি।

ভরতপুর মহিলা হাসপাতালের প্রধানের  বক্তব্য সংকটজনক অবস্থায় এক প্রসূতি এসেছিলেন। তাকে জয়পুরে রেফার করা হয়েছিল। সেক্ষেত্রে কোন ত্রুটি থাকলে অবশ্যই তদন্ত করে দেখা হবে।

ঘটনার প্রতিবাদে মুখর হয়েছেন রাজস্থানের পর্যটন মন্ত্রী বিশেন্দ্র সিং। তার দাবি মহিলা মুসলিম হওয়ার জন্যই তাকে ভর্তি করা হয়নি।(ফিচার ছবি: সাংকেতিক ও সংগৃহীত)

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here