ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
বছরে ৩০০ দিন কোন মানুষ ঘুমাতে পারেন! এও কি সম্ভব! রাজস্থানের নাগাউর জেলার ভাদোয়া গ্রামে রয়েছেন এমনিই একজন, নাম পুরখারাম। ৪২ বছর বয়স্ক পুরখারাম আসলে এক বিরল রোগে আক্রান্ত নাম এক্সিস হাইপারসমনিয়া।
রামায়ণে রাবনের এক ভাই কুম্ভকর্ণের নাম শোনা যায় যিনি নাকি বছরে ছয় মাস ঘুমাতেন কিন্তু সে তো গল্পের চরিত্র! আর পুরখারাম একেবারে বাস্তবের মানুষ। যেখানে সাধারণ ভাবে মানুষের দিনে ছয় থেকে আট ঘণ্টা ঘুমানো উচিত, পুরখারাম ঘুমান টানা ২৫ দিন, এই বিরল অসুখের এটাই উপসর্গ।
প্রায় ২৩ বছর আগে তাঁর অসুখটি ধরা পড়ে। গ্রামেই একটি দোকান রয়েছে পুরখারামের কিন্তু এই অসুখের কারণে তিনি মাসে খুব বেশি হলে ৫ দিন দোকান খুলতে পারেন। তাঁর পরিবারের লোকেরা জানিয়েছেন একবার যদি পুরখারাম ঘুমান তাঁকে জাগিয়ে তোলা দুঃসাধ্য। পুরখারামকে স্নান করানো, খাওয়ানো সবই তখন করিয়ে দিতে হয় তাঁর বাড়ির লোকেদের।
আরও পড়ুনঃ দ্বিতীয় তরঙ্গে ফের আক্রান্ত ভারতের প্রথম কোভিড পজিটিভ
তবে চিরকালই যে তিনি টানা ২৫ দিন ঘুমাতেন এমনটা নয়। অসুখের শুরুর দিকে দিনে তাঁর ঘুমের সময় ছিল ১৫ ঘন্টার আশেপাশে তাও বেশ অনেক বছর ধরে। পরিবারের লোক ডাক্তার দেখান, ধরা পড়ে এক্সিস হাইপারসমনিয়া নামক বিরল রোগে আক্রান্ত তিনি। এরপর ধীরে ধীরে বাড়তে থাকে তাঁর ঘুমানোর সময়, ক্রমশ তা পৌঁছয় কয়েকদিনের ঘুমে। চিকিৎসা চলছে তাও পুরখারামের শরীরে ক্লান্তির শেষ নেই। এছাড়া আরেকটি উপসর্গ হলো তীব্র মাথা যন্ত্রনা।
আরও পড়ুনঃ মুসলিম তরুণীদের ছবি ব্যবহার করে আপত্তিকর মোবাইল অ্যাপ্লিকেশন, FIR দায়ের দিল্লি পুলিশের
পুরখারামের পরিবারে রয়েছেন তাঁর মা কানোয়ারী দেবী ও স্ত্রী লছমী দেবী। তাঁদের আশা শীঘ্রই সেরে উঠবেন পুরখারাম, আর পাঁচটা মানুষের মতো স্বাভাবিক জীবন যাপন করতে পারবেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584