নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
ধর্ষণের মত অপরাধ নিয়ে নজিরবিহীন মন্তব্য রাজস্থানের মন্ত্রীসভার সদস্য তথা কংগ্রেস নেতা শান্তি ধারিওয়ালের। বুধবার খাস বিধানসভায় দাঁড়িয়ে ধারিওয়ালের মন্তব্য, ‘‘রাজস্থান পুরুষের রাজ্য, তাই ধর্ষণে এক নম্বর!’’
রাজস্থানের বিধানসভা অধিবেশন চলাকালে অশোক গহলৌত মন্ত্রিসভার অন্যতম সদস্য শান্তি ধারিওয়াল তাঁর বক্তব্যে বলেন, ‘‘আমরা ধর্ষণের মামলায় এক নম্বরে। এতে কোনও সন্দেহই নেই। কেন আমরা ধর্ষণে এগিয়ে? কারণ, রাজস্থান পুরুষের রাজ্য (মর্দো কা প্রদেশ)।“ রাজস্থানের বিধানসভায় দাঁড়িয়ে কংগ্রেসের মন্ত্রীর এই মন্তব্য তুলে ধরে একটি ভিডিয়ো টুইট করেছেন বিজেপির এক মুখপাত্র।
#WATCH | Rajasthan Minister Shanti Kumar Dhariwal says in Assembly, "…We are number 1 when it comes to rape cases. Why is it so?…Rajasthan has been a land of men. What we can do about it?…" (09.03.2022)
(Source: Rajasthan Assembly) pic.twitter.com/cqSSybvaSC
— ANI (@ANI) March 10, 2022
বিজেপি মুখপাত্রের প্রশ্ন, “তবে কি এটাই কংগ্রেসের সংস্কৃতি? বলবেন প্রিয়ঙ্কা গাঁধী?” শান্তি ধারিয়ালের এই মন্তব্যের তীব্র নিন্দা করেছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা ভরদ্বাজ। তিনি অভিযোগ করেছেন, এই মন্তব্য করে রাজস্থানের মন্ত্রী শান্তি ধারিওয়াল আসলে ধর্ষণের মত ভয়ঙ্কর অপরাধকে আইনি ও সামাজিক স্বীকৃতি দিতে চাইছেন।
আরও পড়ুনঃ প্রমোদ সাওন্তের সঙ্গে মতানৈক্য এখন অতীত দাবি MGM-এর, গোয়ার তৃণমূল জোটে ঘোঁট
বিজেপি মুখপাত্রের ভিডিয়োয় দেখা গিয়েছে, বিধানসভায় কংগ্রেসের মন্ত্রীর মন্তব্য শুনে রীতিমত হাসাহাসি করছেন অনেকে। ধর্ষণের মত ভয়ংকর এক অপরাধকে ঘিরে নির্বাচিত একজন জনপ্রতিনিধির এমন মন্তব্য তাও আবার বিধানসভাতেই দাঁড়িয়ে- এই নিয়ে তুমুল সমালোচনার ঝড় উঠেছে রাজনৈতিক মহলে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584