মদ্যপ অবস্থায় গাড়ির চালানোর অভিযোগ ভাইপোর বিরুদ্ধে, থানায় ধর্নায় বসার হুমকি পিসির

0
88

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্ক :

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে ভাইপোকে থানায় নিয়ে গেল পুলিশ। তাকে না ছাড়লে থানায় ধর্নায় বসার হুমকি দিলেন বিধায়ক পিসি। ওই মহিলা রাজস্থানের বিধায়ক। সরাসরি থানায় গিয়ে হুমকি দিয়ে আসেন তিনি। তাঁর মতে, “বাচ্চারা এরকম একটু আধটু মদ খেতেই পারে।” সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমনই এক ভিডিও।

viral video

ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, মীনা কনোয়ার নামে ওই বিধায়ক পিসি বলছেন, “আমি আপনাকে অনুরোধ জানিয়েছি ওঁকে ছেড়ে দেওয়ার জন্য। আপনি যদি ভেবে থাকেন যে ওঁকে ছাড়বেন না। তাহলে ভুল করছেন। ফোনে আমাদের অনুরোধ রেকর্ড করে রেখেছি।”

শুধু তাই নয়, পুলিশকে হুমকি দিয়ে তিনি আরও বলেন, “গতকাল এই থানারই কয়েকজন অফিসারকে সাসপেন্ড করা হয়েছে। আপনারা কি সেটা ভুলে গিয়েছেন?” ভাইপোর বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তার প্রসঙ্গে মীনাদেবী বলেন, “বাচ্চা ছেলে, একটু আধটু মদ খেয়েছে। তাতে হয়েছেটা কী? সব বাচ্চারাই তো এরকম অল্পবিস্তর খায়।”

আরও পড়ুনঃ ‘হিন্দি না জানলে টাকা ফেরত পাবেন না’, উপদেশ জোম্যাটোর কাস্টমার কেয়ার প্রতিনিধির

রাজস্থানের কংগ্রেস বিধায়ক মীনা কানোয়ার। তাঁর স্বামী উমেদ সিংও ছিলেন প্রাক্তন বিধায়ক। ভাইপোর কুকীর্তি ঢাকতে থানায় হাজির হয়েছিলেন দম্পতি। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ ছিল তাঁর ভাইপোর বিরুদ্ধে। বারবার অনুরোধ করলেও থানার হেডকনস্টেবল তাঁকে কিছুতেই ছাড়তে রাজি হচ্ছিলেন না। আর তাতেই পুলিশের সঙ্গে বচসা বাঁধে বিধায়ক পিসি মীনা কানোয়ার ও তাঁর স্বামীর। যখন অশান্তি চরম পর্যায়ে পৌঁছয় তখন স্বামী-স্ত্রী দুজনেই বসে পড়েন থানার মেঝেয়। স্বামী-স্ত্রী থানার মেঝেতেই বসে পড়েন। সেখানেই ধর্না দিতে শুরু করে দেন তাঁরা।

আরও পড়ুনঃ বেড়াতে গিয়ে ধস ও বৃষ্টির জেরে উত্তরাখণ্ডে আটকে ১৪ জন বাঙালি পর্যটক

এমনকী পুলিশকে হুমকিও দেন মীনা কানোয়ার। সম্প্রতি ভাইরাল হওয়া এই ভিডিও দেখার পর প্রশ্ন তুলছেন নেটিজেনরা। অনেকেই বলছেন, “মীরা কানোয়ার একজন জনপ্রতিনিধি হয়ে কী করে এমন করতে পারেন?” এই ভিডিও দেখে অসন্তোষ প্রকাশ করেছে নেটজনতা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here