মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
রাজস্থান বিধানসভায় পাশ হল বাল্যবিবাহ সংশোধনী বিল। এবার থেকে নাবালিকাদের বিবাহ নথিভুক্তকরণ বাধ্যতামূলক করে দেওয়া হল রাজস্থানে।
নতুন পাশ হওয়া বিলে বলা হয়েছে, এবার থেকে বিবাহিত দম্পতিরা কোনও এলাকায় ৩০ দিনের বেশি বসবাস করলেই, সেই এলাকায় বিবাহ নথিভুক্তকরণের জন্য স্থানীয় আধিকারিকের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এছাড়াও, কোনও নাবালিকার বিয়ের ৩০ দিনের মধ্যে বাধ্যতামূলকভাবে বিবাহ সংক্রান্ত যাবতীয় তথ্য সেই নাবালিকার মা-বাবা বা অভিভাবককে সরকারের কাছে জমা করতে হবে।
রাজস্থান বিধানসভায় পাশ হওয়া এই বিল নিয়ে ইতিমধ্যেই বিতর্কের সৃষ্টি হয়েছে। রাজস্থানের কংগ্রেস সরকার আদতে বাল্যবিবাহকে আইনি বৈধতা দেওয়ার পথেই হাঁটছে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। বিজেপির নেতৃত্বদের কথায়, এই বিল পাশ হলে তা হবে বিধানসভার পক্ষে কালো দিন।
আরও পড়ুনঃ মহারাষ্ট্রের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখের বাসভবনে আয়কর হানা
বিলের সমর্থনে দাঁড়ানোর অর্থ হল ঘুরিয়ে বাল্যবিবাহকে সমর্থন করা। রাজস্থান বিধানসভার ইতিহাসে এই ঘটনা একটা কালো অধ্যায় হিসাবে পরিচিতি পাবে। অবশ্য বিজেপির এই বক্তব্য মানতে নারাজ কংগ্রেস। কংগ্রেস নেতৃত্বরা বলছেন, সুপ্রিম কোর্টের নির্দেশেই বিধানসভায় বিলটি পাশ করানো হয়েছে। শুধু তাই নয়, এই বিলে কোথাও বাল্যবিবাহকে সমর্থনের কথা বলা নেই। উপরুন্তু, বাল্যবিবাহকে নথিভুক্তকরণের কথা বলা হয়েছে এই বিলে।
আরও পড়ুনঃ এসসিও-র বৈঠকে তালিবান সরকারের সমালোচনায় সরব প্রধানমন্ত্রী, নাম না করে খোঁচা পাকিস্তানকে
বাল্যবিবাহ সংশোধনী বিল পাশ হওয়ার পর বিতর্কের ঝড় উঠেছে সমাজেও। এই বিলে সরাসরি বাল্যবিবাহকে সমর্থন করা হয়নি ঠিকই, কিন্তু বাল্যবিবাহ নথিভুক্তিকরণের ফলে প্রকারান্তরে বাল্য বিবাহকে কি উৎসাহ দিল কংগ্রেস? প্রশ্ন তুলছেন সমাজকর্মীরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584