অনন্তের বদলে বংশীবদন রাজবংশী উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান

0
133

মনিরুল হক, কোচবিহারঃ

রাজবংশী ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান করা হল গ্রেটার নেতা বংশীবদন বর্মণকে। আজ কোচবিহারের চ্যাংরাবন্ধায় এক জনসভায় একথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এতদিন ওই বোর্ডের চেয়ারম্যনা পদে ছিলেন ময়নাগুড়ির তৃনমূল কংগ্রেস বিধায়ক অনন্ত দেব অধিকারী। এদিন মুখ্যমন্ত্রীর ওই ঘোষণার পর কোচবিহারে গ্রেটার সমর্থকদের মধ্যে রীতিমত উল্লাস তৈরি হয়। শুধু বংশীবদন বর্মণ নয়, আগামীতে উত্তরবঙ্গের কামতাপুরি আন্দোলনের নেতা অতুল রায়কেও মুখ্যমন্ত্রী যে গুরুত্ব দিচ্ছেন, এদিন তাঁর বক্তব্যে পরিষ্কার। তিনি বক্তব্য রাখতে গিয়ে ওই দুই নেতার সাথে বৈঠক করার কথা জানিয়েছেন। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে আসন্ন লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে তৃনমূল কংগ্রেস নেত্রীর ওই সিদ্ধান্ত।

কোচবিহারে মুখ্যমন্ত্রী।নিজস্ব চিত্র

কোচবিহার ও জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের জেলা গুলোতে প্রভাব রয়েছে গ্রেটার ও কামতাপুরিদের সংগঠনের। তবে ওই দুই সংগঠনই একাধিক ভাগে বিভক্ত হয়ে যাওয়ায় এখন কিছুটা হলেও প্রভাব কমেছে ব্লে রাজনৈতিক মহলের ধারনা। তবু তৃনমূল কংগ্রেস ওই দুই সংগঠনের সাথে সম্পর্ক রেখে চলছে। এর আগেই বংশীবদন বর্মণকে রাজবংশী ভাষা একাডেমী ও রাজবংশী উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান পদে বসায়। ইতিমধ্যেই ওই দুই বোর্ড থেকে বেশ কিছু কাজ শুরু করেছে রাজ্য সরকার।

ফাইল চিত্র

কিন্তু রাজবংশী উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান করার জন্য গ্রেটারদের পক্ষ থেকে বেশ কিছু দিন ধরে দাবি তোলা হয়। এবার উত্তরবঙ্গ সফরে এসে মুখ্যমন্ত্রী গতকালই বংশীবদন বর্মণকে উত্তরকন্যায় ডেকে নেন বলে জানা গিয়েছে। সেখানেই আলোচনার পরেই এদিন ওই ঘোষণা বলে মনে করা হচ্ছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here