ঐশ্বর্য, আরাধ্যার করোনা রিপোর্ট ইস্যুতে করা টুইট ডিলিট করলেন মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী

0
151

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

অমিতাভ এবং অভিষেক বচ্চনের পর এবার ঐশ্বর্য রাই বচ্চন এবং আরাধ্যার করোনা পরীক্ষার রিপোর্টও পজিটিভ এল। তবে জয়া বচ্চনের সোয়াব টেস্টের রিপোর্ট নেগেটিভ।

Rajesh Tope | newsfront.co
রাজেশ তোপে। ছবিঃ টুইটার

রবিবার দুপুরে টুইট করে এমনটাই জানান মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে।কিন্তু কিছুক্ষণ পরেই সেই টুইট ডিলিট করে দেন মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী। তারপরই তৈরি হয়েছে ধোঁয়াশা।

পিটিআই সূত্রে খবর, এরমধ্যেই মুম্বইয়ের মেয়র কিশোরী পেড়নেকার জানান, ঐশ্বর্য রাই বচ্চন এবং তাঁর মেয়ে দুজনেরই করোনা নেগেটিভ হয়েছে।কোভিড রিপোর্ট পজিটিভ আসার খবর শনিবার রাতে নিজেই টুইট করে জানান বিগ বি।

আরও পড়ুনঃ করোনায় আক্রান্ত ঐশ্বর্য,আরাধ্যা

Screenshot | newsfront.co
রাজেশ টোপের করা টুইটের স্ক্রিনশট। ছবিঃ এএনআই

এর একঘন্টা পরেই অভিষেক বচ্চনও একইভাবে টুইট করে জানান যে, তিনিও করোনায় আক্রান্ত হয়েছেন। করোনা আক্রান্ত হওয়ার পরই মুম্বইয়ের নানাবতী হাসপাতালে চিকিৎসাধীন অমিতাভ বচ্চন এবং ছেলে অভিষেক বচ্চন। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, “অমিতাভ বচ্চন স্থিতিশীল এবং তাঁর মৃদু লক্ষণ রয়েছে। তাঁকে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here