আগরতলায় অভিষেকের সভায় হাজির রাজীব বন্দ্যোপাধ্যায়, তৃণমূলে প্রত্যাবর্তনের জল্পনা তুঙ্গে

0
56

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ

রবিবার ত্রিপুরার আগরতলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভায় হাজির হলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। এই সভাতেই রাজীব বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে প্রত্যাবর্তনের সম্ভাবনা নিয়ে জল্পনা তুঙ্গে।

Rajib Banerjee present at Abhisekh Banerjee Agartala meeting
অভিষেক বন্দ্যোপাধ্যায়-রাজীব বন্দ্যোপাধ্যায়

পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় ২০২১-এর বিধানসভা নির্বাচনের ঠিক আগেই যোগ দিয়েছিলেন গেরুয়া শিবিরে। কিন্তু বিজেপি-তে থেকেও তিনি নিষ্ক্রিয়। ভোটে পরাজয়ের পর পদ্ম শিবিরের কোনও কর্মসূচিতে আর তাঁকে দেখা যায়নি। এরপর মুকুল রায় বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরে আসেন। আর সেইসময় থেকেই রাজীব বন্দ্যোপাধ্যায়ের দলবদলের সম্ভবনা নিয়ে চর্চা শুরু হয় রাজনৈতিক মহলে। ফের তৃণমূলে ফেরার চেষ্টা চালাচ্ছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। শুরু হয়েছিল এমনই গুঞ্জন।

আরও পড়ুনঃ গোয়া সফরের শেষ দিনে মমতার সঙ্গে বৈঠকে গোয়া ফরোয়ার্ড পার্টির নেতা বিজয় সরদেশাই

সূত্র মারফৎ জানা গিয়েছে, তৃণমূলের শীর্ষ নেতৃত্বের থেকে ইতিবাচক ইঙ্গিত পেয়েই শনিবার ত্রিপুরা এসেছেন রাজীব। আজ, ত্রিপুরায় অভিষেকের সভায় নাকি তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছে। আর সেইমতোই তিনি হাজির হয়েছেন এই সভায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here