ওয়েব ডেস্ক,নিউজ ফ্রন্টঃ
এখনই গ্রেফতার নয় কলকাতার নগরপাল রাজীব কুমারকে,তবে আগামী ২০ ফেব্রুয়ারি শিলং এ সিবিআইয়ের মুখোমুখি হওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিমকোর্ট।নগরপালকে তদন্তে সহযোগিতা করতেও নির্দেশ দেওয়া হয়েছে।
গত রবিবার সন্ধ্যায় সারদা কেলেঙ্কারির তথ্য লোপাটের অভিযোগে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে সিবিআই অফিসারদের সঙ্গে কলকাতা পুলিশের সংঘাতে উত্তাল হয়ে ওঠে দেশ।নজির বিহীনভাবে নগরপালের পাশে দাঁড়ায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এই ঘটনায় একদিকে আইনী তরজার পাশাপাশি চলে রাজনীতির লড়াই।গনতন্ত্র এবং সংবিধান রক্ষার দাবীতে ধর্ণায় মুখ্যমন্ত্রী।বিজেপি বিরোধী রাজনৈতিক নেতাদের সমর্থন পান মমতা।অপরদিকে চলতে থাকে আইনী লড়াই।আজ সর্বোচ্চ ন্যায়ালয়ে সিবিআইয়ের আবেদন আইন আর রাজনীতির ভাষা মিলেমিশে যায়।সিবিআইয়ের আইনজীবী তুষার মেহেতা প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর এজলাসে বলেন যে,রাজীব কুমার সাক্ষ্য প্রমান নষ্ট করেছে,চারবার সমন পাঠানো হলেও তিনি হাজির হন নি।তদন্তে কোন রকম সাহায্য করেন নি।
আরও পড়ুনঃ মমতা সিবিআই যুদ্ধ ঘিরে উত্তাল সংসদ ভবন
সুপ্রিমকোর্ট রবিবারের ঘটনাকে বেনজির সংঘাত বলে উল্লেখ করেছেন। সুপ্রিমকোর্টের এই রায়কে স্বাগত জানিয়ে ধর্ণারত মুখ্যমন্ত্রী জানান যে,এটি আমাদের নৈতিক জয়।বিচারব্যবস্থার উপর ভরসা আছে।এই রায়ে পুলিশের মনোবল বাড়বে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584