মাদ্রাসা ফোরামের অধিকার সচেতনতায় রাজকুমার রায়

0
531

আনিসুর রহমানঃ-

তারিখ ১৮.০৫.২০১৮,বেলা ২টো, স্থান কোলকাতা প্রেসক্লাব- শুরু হল অরাজনৈতিক সংগঠন বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরামের প্রেস কন্ফারেন্স।কিন্তু সুপ্রিমকোর্টের মামলা সংক্রান্ত আলোচনা দিয়ে নয়, শুরু হল রাহাতপুর হাইমাদ্রাসার শিক্ষক তথা মৃত প্রিজাইডিং অফিসার রাজকুমার রায়ের আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে।সেদিন উপস্থিত ছিলেন শিক্ষাবিদ মীরাতুন নাহার, অধ্যাপক মুকলেশুর রহমান, ফোরাম সভাপতি ইসরারুল হক সহ অন‍্যান‍্য নেতৃবৃন্দ ও সামনে সাংবাদিক বন্ধুরা।

আজ রাজ‍্য জুড়ে পালন হল অধিকার চেতনা দিবস- নেতৃত্বে আবার সেই ফোরাম।
পশ্চিমবঙ্গ জুড়ে এই কর্মসূচিতে জেলায় জেলায় উপস্থিত ছিলেন ফোরামের সদস্যবৃন্দ।

ফোরামের মেদিনীপুর সদস্যরা আজ

পশ্চিমবঙ্গে সরকারীভাবে মাদ্রাসা শিক্ষার সূচনা হয় ১৭৮০ সালে ৷পশ্চিমবঙ্গ সরকার ১৯৯৪ সালে বিধানসভায় আইন পাশ করার মধ্য দিয়ে ‘মাদ্রাসা শিক্ষা পর্ষদ’কে স্বশাসিত পর্ষদ হিসেবে এবং মধ্য শিক্ষা পর্ষদের ন্যায় সমমর্যাদা প্রদান করে৷ কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশন ও বোর্ডের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কাঁথির দুটি মাদ্রাসা কেস করে।ইতিমধ্যে শিক্ষা মহলের একাংশ এই কেসকেই দায়ী করেছেন মাদ্রাসা শিক্ষা ধ্বংসের জন‍্য।তাই আজ
উদ্দেশ্য ছিল রাজ্যের মাদ্রাসা শিক্ষা নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে আতঙ্ক মুক্ত পরিবেশ তৈরি করে ছাত্র-ছাত্রীদের অভয়দান ও সচেতনতা বৃদ্ধি করা ৷ অবশ্য ফোরামের আন্দোলন ও আইনি লড়াইয়ের ফলে ইতিমধ্যে মাদ্রাসা পড়ুয়ারা গ্ৰামীন ডাক সেবক পরীক্ষায় বসার সুযোগ যেমন ফিরে পেয়েছে , তেমনি মাদ্রাসা সার্ভিস কমিশনকে সুপ্রিম কোর্ট শিক্ষক নিয়োগের আদেশও দিয়েছে ৷

ছাত্রীরা ফোরামের লিফলেট পড়তে ব‍্যস্ত

আজ গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার ব্লক ভিত্তিক ফোরামের সক্রিয় সদস্যগণ এলাকার মাদ্রাসার প্রার্থনার শেষেই অতিঅল্পক্ষণ শিক্ষক-শিক্ষার্থীদের সামনে মাদ্রাসার উদ্ভুত পরিস্থিতি সম্পর্ক বক্তব্য রাখেন।সেখানেও উঠে আসে রাজকুমার বাবুর প্রসঙ্গ, কারণ তিনিও ছিলেন ফোরামের অতি পরিচিত মুখ।তার উপর তিনি ছিলেন ফোরামের উত্তর বঙ্গের দ্বায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইদুর রহমানের রাহাতপুর হাইমাদ্রাসার অতি জনপ্রিয় শিক্ষক।

তাই তিনি এখন শুধু শিক্ষক দের মনের মধ্যেই নয় , পশ্চিমবঙ্গের মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের মনের মধ‍্যেও জায়গা করে নিলেন।অমর হয়ে থাকলেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here