অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
দিল্লির রঞ্জি ট্রফি দলের কোচ হলেন রাজকুমার শর্মা। প্রথম শ্রেণির ক্রিকেট খেলা রাজকুমার আবার বিরাট কোহলির ছোটবেলার কোচ।
৫৫ বছরের রাজকুমার ২০১৬ সালে দ্রোণাচার্য পুরস্কার পান। গত মরশুমে তিনি দিল্লির বোলিং কোচ ছিলেন। প্রধান কোচ ছিলেন কে পি ভাস্কর। রাজকুমারের সহকারী হয়েছেন গুরসরণ সিংহ। ১৯৯০ সালে নিউজিল্যান্ডে একটি করে টেস্ট ও একদিনের ম্যাচ খেলেন তিনি।
আরও পড়ুনঃ পরের বছর না, ২২ সালে হতে পারে দশ দলের আইপিএল
ভারত অধিনায়ক যখন বিশাল ভারতী পাবলিক স্কুলে পড়তেন, তখন ওয়েস্ট দিল্লি ক্রিকেট অ্যাকাডেমি তৈরি হয়। প্রথম ব্যাচেই ভর্তি হয়ে যান কোহলি। সেখানেই কোচ হিসেবে পান রাজকুমার শর্মাকে। রাজকুমার এর আগে ভারতের মহিলা ‘এ’ দল, দিল্লির অনূর্ধ্ব ২৩ দল এবং মাল্টায় কোচিং করিয়েছেন।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584