শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ
কেরলে বেআইনি সোনা পাচার কাণ্ডের তদন্তভার যায় এনআইএ-এর হাতে। সেই কেন্দ্রীয় তদন্তের বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের সিদ্ধান্ত নিল কেরল সরকার। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এই বিষয়ে টুইটারে ক্ষোভ উগরে দিলেন তিনি। নিজের টুইটার হ্যান্ডেলে তিনি লিখেছেন, ” কেরল সরকার সিদ্ধান্ত নিয়েছে সোনা পাচার কাণ্ডে এনআইএ তদন্তের বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্ত শুরু করার। যা সরাসরি দেশের যুক্তরাষ্টীয় কাঠামোয় আঘাত।”
ঘটনার সূত্রপাত গত ৪ জুলাই ২০২০, সংযুক্ত আরব আমিরশাহি থেকে বেআইনিভাবে ৩০ কেজি সোনা আসে কেরালার তিরুবনন্তপুরম বিমানবন্দরে। যার বাজারমূল্য প্রায় ১৫ কোটি টাকা! বেআইনিভাবে সোনা আসায় তা বাজেয়াপ্ত করে আবগারি দফতর।
আরও পড়ুনঃ নরেন্দ্র মোদীর সফর ঘিরে প্রতিবাদের জেরে বাংলাদেশে বন্ধ ফেসবুক পরিষেবা
এরপরই শোরগোল পড়ে যায় বাম শাসিত রাজ্যে। বিরোধীরা অভিযোগ করেন, কোনও প্রভাবশালীর সাহায্যেই এই বিপুল মূল্যের সোনা কেরালায় আনা হয়েছে। বিরোধীদের দাবি মেনে কেরালায় সোনা পাচার কাণ্ডে সরাসরি এনআইএ-র হাতে তদন্তভার তুলে দেয় কেন্দ্র।
আরও পড়ুনঃ জঙ্গলমহলে ভোটপর্বের পরেই গ্রেফতার ছত্রধর মাহাতো
মূলত কংগ্রেসের তরফ থেকে অভিযোগ ওঠে ১৫ কোটি টাকা মূল্যের ওই সোনা পাওয়া গিয়েছে কূটনৈতিক কার্গো বিমানে, যে বিমানে নিয়মিত শুল্ক বিভাগের পরীক্ষা হয় না। মুখ্যমন্ত্রীর দপ্তরের সরাসরি নাম জড়ায় বেআইনি সোনা পাচার কাণ্ডে। বাম শিবির মুখ্যমন্ত্রীর দফতরের যোগসূত্রের অভিযোগ উড়িয়ে দিলেও ঘটনার তদন্তভার যায় এনআইএ-এর হাতে। কিন্তু কেরল সরকার এবার সিদ্ধান্ত নিয়েছে এনআইএ তদন্তের বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্ত শুরু করার, তাতেই ক্ষুব্ধ কেন্দ্র।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584