বিশ্বজিৎ দাস, ওয়েব ডেস্কঃ
রাজনীতিতে আসছেন না সুপারস্টার রজনীকান্ত। আজ তিনি নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি ট্যুইট করেন। সেখানে জানান, তিনি এই মুহূর্তে রাজনীতিতে আসছেন না। অনেক মানুষ এবং ভক্তদের মন ভেঙে দেবে তার এই ঘোষণা, কিন্তু তাঁরা যেন ক্ষমা করে দেন। এমনই জানিয়েছেন সুপারস্টার রজনীকান্ত।

কিছুদিন আগে, রজনীকান্ত হাসপাতাল থেকে মুক্তি পান। উচ্চ রক্তচাপের সমস্যার জেরে হাসাপতালে ভর্তি করা হয় তাঁকে। হাসপাতালে ভর্তির পর থেকেই টানা পর্যবেক্ষণে রাখা হয়। হায়দ্রাবাদের ওই হাসপাতাল থেকে বেশ কিছুটা সুস্থ হয়ে তবেই বাড়িতে ফেরেন। এরপর রজনী বাড়িতে ফেরার পর থেকেই তাঁর রাজনীতিতে আগমন হবে কি না, তা নিয়ে জোরদার জল্পনা শুরু হয়। সেই জল্পনায় কার্যত জল ঢেলে ঘোষণা করে দিলেন, এই মুহূর্তে রাজনীতিতে আসছেন না তিনি।
— Rajinikanth (@rajinikanth) December 29, 2020
সম্প্রতি রজনীকান্ত হায়দ্রাবাদে গিয়ে পরবর্তী সিনেমা আন্নাথের শ্যুটিং শুরু করেন। ওই সিনেমার শ্যুটিং করতে গিয়েই সমস্যার সূত্রপাত। শ্যুটিংয়ের মাঝ পথে ইউনিটের বেশ কয়েকজন করোনায় আক্রান্ত হন। সেই আন্নাথের সেটের কয়েকজনের রিপোর্ট পজিটিভ আসার পরই করোনা পরীক্ষা করা হয় রজনীরও। যদিও করোনা আক্রান্ত হননি তিনি, তবুও প্রত্যেকের নিরাপত্তার কথা ভেবেই বন্ধ করে দেওয়া হয় আন্নাথের শুটিং।
আরও পড়ুনঃ আন্দোলনের মাঝেই ফের কৃষকদের শক্তিশালী করার বার্তা মোদীর
প্রসঙ্গত, ডিসেম্বরের প্রথম দিকে শোনা গিয়েছিল একুশের ভোটের আগে বড়সড় চমক দিতে চলেছেন দক্ষিণি সুপারস্টার রজনীকান্ত। নিজের নয়া রাজনৈতিক দল ঘোষণা করতে চলেছেন। কয়েক সপ্তাহ আগে রজনীকান্ত জানিয়ে ছিলেন যে, আগামী বছর অর্থাৎ ২০২১ সালের জানুয়ারি মাসেই নিজের দল ঘোষণা করে রাজনৈতিক ময়দানে পাকাপাকিভাবে অভিষেক ঘটাতে চলেছেন তিনি।
সেই ১৯৯৬ সাল থেকেই শোনা যাচ্ছে যে সক্রিয়ভাবে রাজনীতির ময়দানে নামতে চলেছেন রজনীকান্ত। তবে গত দু’দশক ধরে সেই জল্পনাই মাত্র। এবার অবশেষে অভিনেতা জানালেন যে, তিনি রাজনীতিতে আসছেন না এই মুহূর্তে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584