প্রতিবাদ মিছিলে পুলিশের সাথে ধস্তাধস্তি, গ্রেফতার রাজু

0
49

তন্ময় মণ্ডল, কলকাতাঃ

procession | newsfront.co
নিজস্ব চিত্র

গতকাল রাত্রে বিজেপি কর্মীর ওপর হামলার প্রতিবাদে আজ বিজেপি কর্মী সমর্থকরা বিজেপি নেতা রাজু ব্যানার্জির নেতৃত্বে বাগবাজার মোড় থেকে প্রতিবাদ মিছিল বের করে। আর এই প্রতিবাদ মিছিল পুলিশ আটকে দেয় এবং রাজু ব্যানার্জিকে গ্রেফতার করে। সঙ্গে দীনেশ পান্ডে সহ আরো প্রায় ৫০ জন কর্মী সমর্থককে গ্রেপ্তার করে পুলিশ।

Police | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ তালতলায় প্লাইউড কারখানায় আগুন, আতঙ্ক

গতরাত্রে সিঁথি পুলিশ স্টেশনে বিজেপি কর্মীরা যায়। ওইখানকার একজন স্থানীয় ব্যবসায়ী মৃত্যুর ঘটনায় কথা বলতে। ঠিক ওই সময় ওইখানকার দুষ্কৃতীরা বিজেপির গাড়ি ভাঙচুর করে এবং বিজেপির কয়েকজন কর্মী সমর্থকদের মারধর করে।

Raju | newsfront.co
নিজস্ব চিত্র

আর এই আক্রমণের প্রতিবাদে আজ বিজেপির প্রতিবাদ মিছিল ছিল বাগবাজার মোড় থেকে সিঁথি থানা পর্যন্ত। এই মিছিলে উপস্থিত ছিলেন বিজেপির সাধারণ সম্পাদক রাজু ব্যানার্জি। উত্তর কলকাতার বিজেপি নেতা দীনেশ পান্ডে, সহ আরো বিজেপি নেতা কর্মী বৃন্দ।

arrested Raju | newsfront.co
নিজস্ব চিত্র

এই প্রতিবাদ মিছিল শুরু হতেই বাগবাজার মোড়ে আটকে দেয় পুলিশ। যার ফলে পুলিশের সাথে এক প্রকার ধস্তাধস্তি বেধে যায় বিজেপি কর্মীদের। পুলিশ পরিস্থিতি শান্ত করতে চাইলেও। পরিস্থিতি শান্ত না হওয়ায় পুলিশ প্রত্যেককে গ্রেপ্তার করে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here